নয়াদিল্লি: জল্পনা কাটিয়ে বিজেপি যোগ দিলেন অভিনেতা সানি দেওল৷ আজ দিল্লির সদর দপ্তরে গেরুয়া পতাকা হাতে তুলে নেন ‘গদর’ খ্যাত এই বিখ্যাত অভিনেতা৷
Sunny Deol after joining BJP: The way my Papa worked with and supported Atal ji, I am here today to work with and support Modi ji. My work will do the talking. pic.twitter.com/JyAKFcG4Rn
— ANI (@ANI) April 23, 2019
গত শনিবারই অভিনেতা সানি দেওলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন সর্বভারতীয় বিজেপি সভাপতি অমিত শাহ। তারপরই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়, ‘গদর’ খ্যাত এই বিখ্যাত অভিনেতাকে অমৃতসর থেকে প্রার্থী করতে চায় বিজেপি। যদিও রবিবার রাতে দেশের সাতটি লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি৷ কিন্তু, পরে দেখা যায় পাঞ্জাবের এই বিখ্যাত লোকসভা কেন্দ্রের প্রার্থী হচ্ছেন হরদীপ পুরী৷ তবে, ওই কেন্দ্রে পার্থী ঘোষণা হয়ে গেলেও খুব শীঘ্রই বিকল্প আসন চিহ্নিত করা হবে বলে খবর৷
#Delhi: BJP MP candidate from East Delhi, Gautam Gambhir holds roadshow ahead of filling his nomination, says, “I really want to contribute something to the country & whatever our PM has done in the last 5 years, I want to take that legacy forward.” pic.twitter.com/eiGz9mcLCd
— ANI (@ANI) April 23, 2019
অন্যদিকে, কিছুদিনে আগেই আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর। দিল্লির এই বাঁ-হাতি ব্যাটসম্যানকে তাঁর রাজ্য থেকেই পদ্মফুল চিহ্নে দাঁড় করানো নিয়ে ক্রীড়া ও রাজনৈতিক মহলে জল্পনা চড়েছিল৷ সেই জল্পনা কাটিয়ে দিল্লির টিকিট পেয়েছেন এই তারকা প্রার্থী৷ পূর্ব দিল্লি থেকে বিজেপির প্রার্থী গৌতম গম্ভীর তার মনোনয়ন জামা দিয়েছেন৷ মনোনয় জমা দেওয়ার আগে তিনি বলেন, ‘‘আমি সত্যিই দেশের জন্য কিছু অবদান রাখতে চাই৷ গত ৫ বছরে আমাদের প্রধানমন্ত্রী যা করেছেন, সেই বিকাশের গতিকে আমি আরও এগিয়ে নিয়ে যেতে চাই৷’’