ভোটের লড়বেন না সুমিত্রা মহাজন, কেন এই সিদ্ধান্ত?

নয়াদিল্লি: ৭৫ বছর পেরিয়ে গেলে কোনও নেতাকেই এবার প্রার্থী করবে না বিজেপি! বেশ কয়েক দিন ধরেই চলছিল গেরুয়া শিবিরের অন্দরে জল্পনা৷ এবার সেই জল্পনাকে আরও উস্কে দিয়ে লোকসভার যুদ্ধ থেকে নিজেকে সরিয়ে নিলেন লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন৷ শুক্রবার তিনি সাফ জানিয়ে দিয়েছেন, নতুনদের স্বাগত জানিয়ে এবারের নির্বাচনে লড়বেন না তিনি৷ ভোটের দৌড় থেকে নিজের গুটিয়ে

ভোটের লড়বেন না সুমিত্রা মহাজন, কেন এই সিদ্ধান্ত?

নয়াদিল্লি: ৭৫ বছর পেরিয়ে গেলে কোনও নেতাকেই এবার প্রার্থী করবে না বিজেপি! বেশ কয়েক দিন ধরেই চলছিল গেরুয়া শিবিরের অন্দরে জল্পনা৷ এবার সেই জল্পনাকে আরও উস্কে দিয়ে লোকসভার যুদ্ধ থেকে নিজেকে সরিয়ে নিলেন লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন৷

শুক্রবার তিনি সাফ জানিয়ে দিয়েছেন, নতুনদের স্বাগত জানিয়ে এবারের নির্বাচনে লড়বেন না তিনি৷ ভোটের দৌড় থেকে নিজের গুটিয়ে নিয়ে দেশের প্রথম মহিলা অধ্যক্ষের মন্তব্য, আমি ভোটে লড়ছি না৷ এবার বিজেপি তার  খুশিমতো সিদ্ধান্ত নিতে পারবে৷’’

এর আগে দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে লোকসভার যুদ্ধ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন বিজেপির প্রবীণ নেতা তথা প্রাক্তন বিজেপি সভাপতি লালকৃষ্ণ আডবাণী৷ গেরুয়া টিকিট পাননি মূরলী মনোহর যোশীও৷ এবার দলের বিরুদ্ধে উষ্মা প্রকাশ করে নির্বাচনী ময়দান থেকে সরে দাঁড়ালেন ৭৬ বছরের সুমিত্রা মহাজন৷ ইন্দোরের ৮ বারের সাংসদ সুমিত্রা মহাজন৷ এবার তাঁর পরিবর্তে ইন্দোর থেকে বিজেপির হয়ে লড়তে পারেন ইন্দোরের মেয়র মালিনী গৌড় অথবা বিজেপির সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + one =