সত্যিই কি মমতা ‘হিংসা’ ছড়াতে চাইছেন? শাহকে কী অভিযোগ করলেন সুকান্ত?

Sukanta Majumdar accuses Mamata Banerjee আরজিকর কাণ্ডের আবহের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করলেন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।…

Sukanta Majumdar accuses Mamata Banerjee

Sukanta Majumdar accuses Mamata Banerjee

আরজিকর কাণ্ডের আবহের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করলেন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর অভিযোগ রাজ্যে হিংসা ছড়ানোর ব্যাপারে উস্কানি দিচ্ছেন মমতা। শুধু এই অভিযোগ করাই নয়, বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে বুধবার চিঠিও পাঠিয়েছেন সুকান্ত। যা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি।

West Bengal political tensions

বুধবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীর মঞ্চ থেকে মমতার একটি মন্তব্য নিয়ে সুকান্ত প্রশ্ন তুলেছেন। সেখানে কী বলেছেন মুখ্যমন্ত্রী? মমতা বলেছেন,

“আমরা বলেছিলাম বদল চাই, বদলা নয়। আজ বলছি ও কথা নয়। যেটা করার দরকার সেটা আপনারা ভাল বুঝে করবেন!”

BJP vs TMC controversy

আর মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের প্রসঙ্গ তুলেই সুকান্তের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় হিংসা ও অশান্তির আগুন ছড়াতে চাইছেন রাজ্যে। সেই বিষয়টি নিয়েই মমতার বিরুদ্ধে শাহের কাছে অভিযোগ জানিয়েছেন সুকান্ত।

Amit Shah, Mamata Banerjee, Sukanta Majumdar

২০১১ সালে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রীকে বার বার বলতে শোনা গিয়েছিল, “বদলা নয় বদল চাই।” তিনি যে হিংসা চান না, এভাবেই সেটা স্পষ্ট করেছিলেন তিনি। কিন্তু আরজিকর কাণ্ডের জেরে যখন উত্তাল রাজ্য রাজনীতি, যখন সাধারণ মানুষ তীব্র ক্ষোভ উগরে দিচ্ছেন রাজ্য প্রশাসনের বিরুদ্ধে, ছাত্র সমাজ নবান্ন অভিযান করছে, রাজপথে জুনিয়র চিকিৎসক থেকে শিল্পী জগৎ মিছিল করছেন, বিজেপি বনধ করছে, অর্থাৎ রাজ্য জুড়ে নিঃসন্দেহে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। আর তাতেই কী ‘বিচলিত’ বোধ করে মুখ্যমন্ত্রী এমন মন্তব্য করেছেন? এই প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠছে।

RG Kar incident

তাই বিজেপির দাবি, মুখ্যমন্ত্রী এভাবেই হিংসা ছড়ানোর ব্যাপারে উস্কানি দিচ্ছেন। মুখ্যমন্ত্রী নিজে পুলিশমন্ত্রীও বটে। তাই এমন মন্তব্য তিনি কীভাবে করতে পারেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন রাজ্য বিজেপি সভাপতি। এছাড়া মুখ্যমন্ত্রীর আরও একটি বক্তব্য নিয়েও সুকান্ত প্রশ্ন তুলেছেন। সুকান্ত বলেন,

“মুখ্যমন্ত্রী বলছেন বাংলা জ্বললে অসম, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, দিল্লিও জ্বলবে। এটা তো দেশবিরোধী কথা।”

BJP vs TMC conflict

সেই বিষয়টি নিয়েও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগ জানিয়েছেন সুকান্ত। যেভাবে আরজিকর কাণ্ডের জেরে দেশ জুড়ে আন্দোলন তীব্র আকার নিয়েছে, তাতে নিঃসন্দেহে তৃণমূলের অস্বস্তি বহু গুণে বেড়েছে। সবচেয়ে বড় কথা তৃণমূলের মধ্য থেকেই এ ব্যাপারে বেসুরো মন্তব্য শোনা গিয়েছে। এই পরিস্থিতিতে মমতার মন্তব্য নিয়ে সুকান্ত গুরুতর অভিযোগ আনলেন।

 

আরও পড়ুন-

এ যেন পাহাড় থেকে গড়িয়ে আসা পাথর! দিন দিন তীব্র হচ্ছে আরজি কর আন্দোলন

কাউকেই রেয়াত নয়, আরজিকর আবহে নারী নির্যাতন নিয়ে কড়া বার্তা মোদির

‘আন্দোলন হোক, তবে আমাদের কথাও একটু ভাবুন চিকিৎসকরা’, কাতর আর্জি

Politics: West Bengal BJP chief Sukanta Majumdar accuses CM Mamata Banerjee of inciting violence amid the RG Kar incident. He has written to Amit Shah, raising concerns over her recent statements. The controversy fuels political tensions in the state.