Aajbikel

সোনার বাংলা গড়বেন? দিলীপ ঘোষ আছেন তো: অমিত কাটাক্ষ সুজনের

 | 
সোনার বাংলা গড়বেন? দিলীপ ঘোষ আছেন তো: অমিত কাটাক্ষ সুজনের

কলকাতা: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কে এক বন্ধনীতে ফেলে এবার তীব্র ভাষায় আক্রমণ করলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী৷ রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে নিশানা করে অমিত শাহের ‘সোনার বাংলা’ তৈরির ইচ্ছা প্রসঙ্গে ‘গরুর দুধে সোনা’র তথ্য তুলে ধরে কটাক্ষ করতে ছাড়েনি সুজন৷ জানিয়েছেন, গোটা বাংলায় এখন যা চলছে, দুর্বিষহ৷ সর্বনাশ করে দেওয়া হয়েছে৷

আজ নিজের ফেসবুক প্রোফাইলে ভিডিও বার্তায় সুজন চক্রবর্তী বিজেপি ও তৃণমূল কে নিশানা করে একগুচ্ছ অভিযোগ তুলেছেন৷ অমিত শাহের সোনারবাংলা তৈরি করার মন্তব্য ঘিরে কটাক্ষ করেন সুজন৷ দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্য প্রসঙ্গ তুলে সুজনের পাল্টা দাবি, আজ অমিত শাহ বাংলায় বাংলাকে সোনার বাংলা গড়ে তোলার স্বপ্ন দেখাচ্ছেন৷ কিন্তু বিজেপি শাসিত রাজ্য গুলির দেখলে বোঝা যাচ্ছে সেখানে কতটা সোনার রাজ্য তৈরি হয়েছে৷ সোনার বাংলা করবেন, বাংলায় তো দিলীপ ঘোষ রয়েছেন৷ গরুর দুধে সোনা পাওয়া যায়, যাঁরা বলছেন, তাঁরা আবার কীভাবে বাংলাকে সোনারবাংলা করবেন? কটাক্ষ সুজানের৷

বলেন, ‘‘এখন সবাই বলছে, পশ্চিমবঙ্গে যা চলছে তা দুর্বিষহ৷ এর থেকে বাম আমল অনেক ভাল ছিল৷ আপনি একটু খোঁজ করুন৷ বিধানসভা হোক কিংবা বাইরে হোক, ফুসফাস তৃণমূলের নেতা মন্ত্রীরা বলে যাচ্ছেন, তাঁরাও বুঝতে পারছেন, কী সর্বনাশ হচ্ছে৷ যে যা ভেবেছিলেন, তাঁর স্বপ্ন পূরণ হচ্ছে না৷ যখন স্বপ্ন পূরণ হচ্ছে না, তখন সবাইকে বলতে হচ্ছে, সর্বনাশ হয়ে গেল৷ কেননা, পুরসভা ভোট হচ্ছে না৷ পঞ্চায়েতের ভোট দখল৷ তৃণমূলের অংশের মধ্যে বলছে, এটা তো খুব খারাপ হচ্ছে৷ কারো শক্তি আছে এই কথাটা সামনে বলবে? সবাই জানে বামপন্থার কোন বিকল্প নেই৷ গণতান্ত্রিক ও মানুষের অধিকার নিয়ে বামপন্থার কোন বিকল্প নেই৷ এই কথা সবার মুখ থেকে বেরিয়ে যায়৷ বিজেপি অথবা অমিত শাহ, তাঁদেরও কখনো এই একই কথা স্বীকার করে নিতে হয়৷’’

‘তৃণমূল-বিজেপি আঁতাত’ প্রসঙ্গে সুজন চক্রবর্তী বলেন, ‘‘যে পথে বিজেপি, যে পথে তৃণমূল৷ সিঙ্গুর ধ্বংস হয়েছে৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী কে ছিলেন? রাজনাথ সিংহ৷ তৃণমূল-বিজেপি৷ স্বাভাবিক কারণে বিশ্বাস করার মতো কোনও কারণ নেই৷’’ এরপর দিলীপকে নিশানা করে সুজনের কটাক্ষ, ‘‘তিনি সোনার বাংলা করবেন কেন? সোনার ত্রিপুরা দেখতে পাচ্ছি তো আমরা৷ পাশের রাজ্য৷ সোনার মধ্যপ্রদেশ দেখতে পাচ্ছি আমরা৷ সোনার গুজরাট দেখতে পাচ্ছি আমরা৷ সর্বনাশ করে দিয়েছে৷ আর এত সোনা খোঁজা করার দরকার কী? দিলীপ ঘোষ তো আছে৷ দলে৷ সোনা গরুর, গরুর দুধের সোনা খুঁজে পান যাঁরা, তাদের কাছে সোনার বাংলা গড়ার জন্য আলাদা প্রস্তাবনা দরকার কী আছে?’’

Around The Web

Trending News

You May like