ভোটের বাজারে বাংলায় আত্মঘাতী জঙ্গি হামলার আশঙ্কা, জারি সতর্কতা

কলকাতা: এমনিতেই ভোটের হিংসায় উত্তপ্ত বাংলা৷ তারপর পশ্চিমঙ্গে জঙ্গি হামলার সতর্কতা জারি হওয়ায় ঘুম ছুটেছে রাজ্য পুলিশ প্রশাসনের৷ বাংলার জঙ্গি হানা হতে পারে, এই আশঙ্কায় ইতিমধ্যেই রাজ্য প্রশাসনকে সতর্কবার্তা পাঠিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আইবি৷ সূত্রের খবর, আইবির তরফে রাজ্য পুলিশ ও রাজ্যের সমস্ত গোয়েন্দা সংস্থার কাছে চিঠি পাঠিয়ে জানানো হয়েছে, শেষ দফার ভোটের আগে ১৮

ভোটের বাজারে বাংলায় আত্মঘাতী জঙ্গি হামলার আশঙ্কা, জারি সতর্কতা

কলকাতা: এমনিতেই ভোটের হিংসায় উত্তপ্ত বাংলা৷ তারপর পশ্চিমঙ্গে জঙ্গি হামলার সতর্কতা জারি হওয়ায় ঘুম ছুটেছে রাজ্য পুলিশ প্রশাসনের৷ বাংলার জঙ্গি হানা হতে পারে, এই আশঙ্কায় ইতিমধ্যেই রাজ্য প্রশাসনকে সতর্কবার্তা পাঠিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আইবি৷

সূত্রের খবর, আইবির তরফে রাজ্য পুলিশ ও রাজ্যের সমস্ত গোয়েন্দা সংস্থার কাছে চিঠি পাঠিয়ে জানানো হয়েছে, শেষ দফার ভোটের আগে ১৮ মে পশ্চিমবঙ্গে ত্মঘাতী হামলা চালাতে পারে জঙ্গিরা৷ হামলা চালাতে পারে মহিলা জঙ্গিরা৷ সেনা বাহিনীর কাছেও পাঠানো হয়েছে এই বার্তা৷ সেনা বাহিনীও তাঁর সমস্ত ইউনিটকে সতর্কতা বাড়াতে নির্দেশ দিয়েছে বলে খবর৷

আগামী ১৯ মে রাজ্যে শেষ দফার নির্বাচন৷ ভোটের হিংসায় তপ্ত বাংলা৷ ইতিমধ্যেই নদিয়া, ডায়ামন্ডবারবার থেকে অশান্তির খবর আসছে ঘনঘন৷ তারই মধ্যে আরও হিংসার আবহ তৈরি করতেই এই হামলা হতে পারে বলে জানাচ্ছে খোদ গোয়েন্দা সংস্থা৷ ২০১৭ সালে খাগড়াগড় বিস্ফোরণ ভোলেনি রাজ্য৷ কাজেই বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে রাজ্য সরকার৷ পুলিশের তরফে শুরু হয়েছে নাকা তল্লাশি৷ প্রতিটি থানাকে বলা হয়েছে সতর্কতা বাড়াতে৷ সমস্ত ধর্মস্থানগুলিতে বাড়ানো হচ্ছে নিরাপত্তা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *