বিজেপিকে পুজো দখল করার প্রশিক্ষণ দিতে চান সুব্রত!

কলকাতা: ফের পুজো দখল বিতর্কে বিজেপিকে কটাক্ষ করলেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের৷ বিজেপিকে দানবের সঙ্গে তুলনা করে কটাক্ষ মন্ত্রীর৷ সুব্রতকে পাল্টা খোঁচা সায়ন্তন বসুর৷ একটি পুজো কমিটির খুঁটি পুজোর অনুষ্ঠানে গিয়ে পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন, ‘‘পুজো দখল করা আর রাইটার্স দখল করা এক মন্ত্রে হয় না৷ সব দেবতার যেমন আলাদা মন্ত্র আছে, তেমনি এই

বিজেপিকে পুজো দখল করার প্রশিক্ষণ দিতে চান সুব্রত!

কলকাতা: ফের পুজো দখল বিতর্কে বিজেপিকে কটাক্ষ করলেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের৷ বিজেপিকে দানবের সঙ্গে তুলনা করে কটাক্ষ মন্ত্রীর৷ সুব্রতকে পাল্টা খোঁচা সায়ন্তন বসুর৷

একটি পুজো কমিটির খুঁটি পুজোর অনুষ্ঠানে গিয়ে পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন, ‘‘পুজো দখল করা আর রাইটার্স দখল করা এক মন্ত্রে হয় না৷ সব দেবতার যেমন আলাদা মন্ত্র আছে, তেমনি এই দখল করার আলাদা মন্ত্র আছে৷ ওরা যে মন্ত্রে রাইটাস দখল করতে যাই, সেই সেই মন্ত্রে পুজো দখল করতে আসছে৷ এতে করে পুজো দখল হয় না৷ এটা হাস্যকর হয়। ওরা আমাদের কাছ থেকে প্রশিক্ষণ নিক, কীভাবে পুজো দখল করতে হয়৷ আগে একটা বছর ওরা আমাদের কাছ থেকে ট্রেনিং নিক, কীভাবে পুজো দখল করতে হয়৷ আমরাই শিখিয়ে দেব, কীভাবে দখল করতে হয়৷ ওরা যেভাবে এমএলএ দখল করে, যেভাবে পঞ্চায়েত দখল করে, ঠিক সেইভাবে পুজো দখল করতে যাচ্ছে৷’’

সুব্রতকে পাল্টা খোঁচা দিয়ে সায়ন্তন বসু বলেন, ‘‘ওঁনার বয়স হয়ে গেছে তো, অনেক অনেক দিন ধরে মন্ত্রিত্ব করছেন৷ সরকার চালাচ্ছেন৷ এখন নতুনের সঙ্গে খাপ খাওয়াতে পারছেন না৷ সুব্রতবাবু অবসর নিন, ওঁনাকে আমরা নতুন যুগের ট্রেনিং নিতে যাব৷ আমরা কোনও কিছু দখল করার পক্ষে নই৷ আমরা সমস্ত হিন্দু পক্ষে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *