লোকসভা ভোটে হারের পর মন্ত্রী পদে দায়িত্ব নিলেন সুব্রত

কলকাতা: লোকসভা ভোটে হারের পর ফের মন্ত্রী হিসাবে দায়িত্ব নিলেন সুব্রত মুখোপাধ্যায়৷ বৃহস্পতিবার দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী৷ সেখানে তিনি জানান, ২ টাকা কেজি চাল দেওয়া হলেও উন্নয়নের সুফল ঠিক মতো সবার কাছে পৌঁছয়নি৷ পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তর এবার সরাসরি উন্নয়নের কাজ করবে বলেও জানান তিনি৷ এতদিন পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তর কার্যত অকেজো৷ ওই দপ্তর টাকা

লোকসভা ভোটে হারের পর মন্ত্রী পদে দায়িত্ব নিলেন সুব্রত

কলকাতা: লোকসভা ভোটে হারের পর ফের মন্ত্রী হিসাবে দায়িত্ব নিলেন সুব্রত মুখোপাধ্যায়৷ বৃহস্পতিবার দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী৷ সেখানে তিনি জানান, ২ টাকা কেজি চাল দেওয়া হলেও উন্নয়নের সুফল ঠিক মতো সবার কাছে পৌঁছয়নি৷ পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তর এবার সরাসরি উন্নয়নের কাজ করবে বলেও জানান তিনি৷

এতদিন পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তর কার্যত অকেজো৷ ওই দপ্তর টাকা দেওয়া হলে তা জেলা পরিষদ বা অন্য কোনও সংস্থা উন্নয়নের কাজ করত বলেও অভিযোগ উঠেছে৷ সুব্রতবাবু জানান, বাম আমলে এই দপ্তর সৃষ্টি হলেও এর বাজেট অনেক কম৷ তৃণমূল সরকার বাজেট অনেকটা বাড়িছে৷ তবুও, কাজ হয়নি বলে অভিযোগ৷

জঙ্গল মহলে উন্নয়ন হলেও ভোট বাক্সে তার প্রতিফলন হল না কেন? সুব্রত মুখোপাধ্যায় জানান, তিনি মনে করেন,  লোকসভায় তাঁদের পরাজয়ের মূল কারণ সিপিএমের ভোট৷ বাম ভোট গিয়েছে বিজেপিতে৷ এই যে তৃণমূলের পার্টি অফিস বিজেপি দখল হচ্ছে, তা আদতে কারচ্ছে সিপিএম৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 3 =