প্রধান বিচারপতির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগের হলফনামা জমা

নয়াদিল্লি: বৃহষ্পতিবার সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ উৎসব বেইন্সের আনা প্রধানবিচারপতির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগের হলফনামা খতিয়ে দেখলেন। দিন তিনেক আগেই উৎসব বেইন্স নামে সুপ্রিম কোর্টের এক আইনজীবী দাবি করেন যে প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনার পেছনে কোনও গভীর ষড়যন্ত্র কাজ করছে। সেই অভিযোগের ভিত্তিতে আদালত তাঁকে হলফনামা জমা দিতে বলে। বৃহষ্পতিবার

প্রধান বিচারপতির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগের হলফনামা জমা

নয়াদিল্লি: বৃহষ্পতিবার সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ উৎসব বেইন্সের আনা প্রধানবিচারপতির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগের হলফনামা খতিয়ে দেখলেন। দিন তিনেক আগেই উৎসব বেইন্স নামে সুপ্রিম কোর্টের এক আইনজীবী দাবি করেন যে প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনার পেছনে কোনও গভীর ষড়যন্ত্র কাজ করছে।

সেই অভিযোগের ভিত্তিতে আদালত তাঁকে হলফনামা জমা দিতে বলে। বৃহষ্পতিবার সেই হলফনামা ক্ষতিয়ে দেখে বিচারপতি অরুণ মিশ্র, আর এফ নরিম্যান ও দীপক গুপ্তার বেঞ্চ বলেন ‘অভিযোগ খুবই গুরুত্বপূর্ণ এর তদন্ত হওয়া প্রয়োজন’। সম্ভবত এদিনই দুপুরে এই বিষয়ে তদন্তের নির্দেশ দিতে পারে আদালত।

এই দিন ওই তিন বিচারপতির বেঞ্চ এও বলেন ‘এখন এমন একটা পরিস্থিতি এসেছে যখন আমাদের ধনী ও প্রভাবশালী ব্যক্তিদের বলতে হচ্ছে আপনারা এই প্রতিষ্ঠানকে প্রভাবিত করতে পারবেন না’। এদিন আদালত উৎসব বেইন্সের কাছে আরও জানতে চায় যে তাঁকে ‘ষড়যন্ত্রের’ ইঙ্গিত কে দিয়েছিল। এদিন আদালত সাফ জানিয়ে দেয় এই মামলায় তদন্ত শুরু হলে আদালতের নিজস্ব কাজে কোনও বাধা আসবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × two =