কলকাতা: আজকের রাত পোহালেই ভোট গণনা শুরু হবে। ভোট গণনার জন্য কড়া ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। পর্যবেক্ষকের সংখ্যাও বাড়িয়ে দেওয়া হয়েছে। মোট ১৫৫ জন পর্যবেক্ষক গণনার সময় রাজ্যে হাজির থাকবেন। লোকসভার গণনার জন্য ১৪৭ জন পর্যবেক্ষক থাকবেন।
আর আটটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য থাকবেন আটজন পর্যবেক্ষক। স্ট্রং রুম সহ গণনা কেন্দ্রের জন্য ৮২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। আর ভোট পরবর্তী হিংসা মোকাবিলায় রাজ্যে আরও ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। ফলে রাজ্যে এই মুহূর্তে মোট ২৮২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে।
ভোটগণনার কাজ যাতে নির্বিঘ্নে শেষ হয়, তার জন্য প্রত্যেক জেলাশাসককে নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। ৪২টি লোকসভা কেন্দ্রের ৫৮টি গণনাকেন্দ্রে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গণনার কাজ শুরু হবে। এরজন্য মোট ৩৭৯টি হল নেওয়া হয়েছে। টেবিল খোলা হবে ৪৬৬৮টি। প্রতিটি কাউন্টিং হলেই ভিডিওগ্রাফি করা হবে। সব থেকে বেশি রাউন্ড হবে কলকাতা দক্ষিণে।
সেখানে ২৫ রাউন্ড গণনা হবে। এছাড়াও ঝাড়গ্রামে ২৫ রাউন্ড গণনা হবে। সব থেকে কম রাউন্ড হবে রায়গঞ্জ ও বালুরঘাটে। ওই দুটি কেন্দ্রে ১০ রাউন্ড করে গণনা হবে। বাকি জায়গায় ১৭ থেকে ২০ রাউন্ড গণনা হবে। ২৫ হাজার গণনাকর্মী এই কাজে যুক্ত থাকবেন।