কলকাতা : রাজ্যে প্রধানমন্ত্রী সভা ঘিরে উত্তাপের পারদ চড়ছিলই। তারমধ্যে আরও বাড়ল ভোট প্রচারের পারদ। একই দিনে উত্তরবঙ্গে নির্বাচনী সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তেসরা এপ্রিল শিলিগুড়িতে সভা করবেন মোদি৷ ওইদিনই বিকেলে কোচবিহারের দিনহাটায় সভা করবেন মমতা৷ ৩ এপ্রিল রাজ্যের দু’জায়গায় প্রধানমন্ত্রীর সভা- শিলিগুড়ি ও ব্রিগেড৷ মোদির সভার প্রস্তুতি যখন তুঙ্গে, তখন সোমবারই সিদ্ধান্ত হয় একই দিনে দিনহাটায় সভা করবেন তৃণমূল নেত্রীও। আগে দিনহাটায় সভা হওয়ার কথা ছিল ৪ তারিখ৷
আচমকাই এদিন সিদ্ধান্ত বদল হয়। কোচবিহার থেকে পূর্ব সূচি মেনে ধুবড়িতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত বদল? রাজ্যে বিজেপির আক্রমণে লক্ষ্য তৃণমূল। সেটা অমিত শাহ সভা থেকেই বোঝা গিয়েছে। এই পরিস্থিতিতে নরেন্দ্র মোদির কটাক্ষের তিরও যে রাজ্যের শাসকদল ও নেত্রী হবেন সেটা আঁচ করেই এই বদল বলে মত রাজনৈতিক মহলের। মোদির জবাব একই দিনে পাশাপাশি জেলা থেকেই দিতে চান তৃণমূল সুপ্রিমো। এখন জনসভার ভিড়েও কে কাকে টেক্কা দেয় সেটাই দেখার।