বৈঠক থামিয়ে স্তম্ভিত মমতা হঠাৎ বললেন, ‘ভয় লাগে…’

কলকাতা: নবান্নে রাজ্য প্রশাসনের কর্তাদের নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী৷ মন্ত্রীদের নিয়ে করেছিলেন গুরুত্বপূর্ণ বৈঠক৷ মন্ত্রিসভার বৈঠক শেষে মুখোমুখি হয়েছিলেন সাংবাদিকদের৷ মন্ত্রিসভার বৈঠকে কী কী বিষয়ে আলোচনা বা সিদ্ধান্ত হয়েছে, সেই বিষয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য রাখতে গিয়ে হঠাৎ থামলেন মমতা৷ স্তম্ভিত হয়ে সাংবাদিক বৈঠকে হঠাৎ তুললেন ‘ভয়ে’র প্রসঙ্গ৷ মেঘ গর্জনের শব্দ শুনে সাংবাদিক বৈঠকের মাঝে থেমে যান

imagesmissing

কলকাতা: নবান্নে রাজ্য প্রশাসনের কর্তাদের নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী৷ মন্ত্রীদের নিয়ে করেছিলেন গুরুত্বপূর্ণ বৈঠক৷ মন্ত্রিসভার বৈঠক শেষে মুখোমুখি হয়েছিলেন সাংবাদিকদের৷ মন্ত্রিসভার বৈঠকে কী কী বিষয়ে আলোচনা বা সিদ্ধান্ত হয়েছে, সেই বিষয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য রাখতে গিয়ে হঠাৎ থামলেন মমতা৷ স্তম্ভিত হয়ে সাংবাদিক বৈঠকে হঠাৎ তুললেন ‘ভয়ে’র প্রসঙ্গ৷

মেঘ গর্জনের শব্দ শুনে সাংবাদিক বৈঠকের মাঝে থেমে যান মুখ্যমন্ত্রী৷ স্তম্ভিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘‘কেন তোমরা যে বলেছিলে চলে গেল মৌসুমী বায়ু৷ আমি টিভি দেখছিলাম, তোমরা বলছো মৌসুমী বায়ু চলে গেছে৷ আজও বলেছে মৌসুমী বায়ুর বর্ষা চলে গেল৷’’ এরপর একগাল হাসি মুখে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘শোনো একটু একটু বৃষ্টি হওয়া ভাল৷ যাতে ঠান্ডাটা একটু ভালোভাবে পড়ে৷ এই মেঘ ডাকার শব্দ শুনলেই ভয় লাগে৷’’

জানা গিয়েছে, আজ দুপুরে মেঘ কালো করে বৃষ্টি নামে শহরে৷ হওড়া সহ দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে৷ সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি৷ বুধবার মন্ত্রিসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠক চলাকালীন বজ্রপাতের শব্দ শুনে থমকে যান মমতা৷

অনদিকে, আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, রাজ্যের বেশিরভাগ অংশ থেকে বিদায় নিয়েছে বর্ষা৷ কিন্তু, বর্ষা বিদায় নিলেও স্থানীয় মেঘে এদিন দুপুরে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে৷ জানা গিয়েছে, আগামী তিন দিনের মধ্যে গোটা রাজ্যে থেকে পুরোপুরি বিদায় নেবে বর্ষা৷ তবে, অনুষ্ঠানিক ভাবে বর্ষা বিদায় নিলেও ঠান্ডা কবে আসবে, সে ব্যাপারে এখনই কোনও মন্তব্য করেনি হাওয়া অফিস৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *