ফ্ল্যাটের গেট হবে, রাতারাতি ‘উধাও’ মনীষীদের মূর্তি! শাসক ‘ঘনিষ্ঠ’ প্রমোটার বলেই কি সাহস

ফ্ল্যাটের গেট হবে, রাতারাতি ‘উধাও’ মনীষীদের মূর্তি! শাসক ‘ঘনিষ্ঠ’ প্রমোটার বলেই কি সাহস

কলকাতা: বর্তমানে বাংলায় একের পর এক যে যে ঘটনা ঘটছে তাতে সাধারণ মানুষ যথেষ্ট চিন্তিত এবং লজ্জিতও বটে। পরপর দুর্নীতি, গণ্যমান্য অনেক নেতা, মন্ত্রী, আধিকারিকের গ্রেফতারি, সব মিলিয়ে এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে বঙ্গে। এদিকে যে কোনও জিনিস নিয়ে রাজনীতিও যে মাথাচাড়া দিয়ে উঠছে তাও বলা বাহুল্য। কিন্তু এসবের মধ্যে আমাদের বিশ্ব বরেণ্য মনীষীরাও থাকবেন, এটা কাম্য নয়। না, সরাসরি রাজনীতি যুক্ত না হলেও এই ঘটনায় রাজনৈতিক শক্তি প্রদর্শন যে আছে তা নিঃসন্দেহে বলা যায়।

আরও পড়ুন- ‘মা অসুস্থ, ব্যাঙ্ককে যেতে চাই’, হাই কোর্টে আর্জি অভিষেক-শ্যালিকা মেনকার

আসলে বেলেঘাটা এলাকায় একটি ফ্ল্যাট নির্মাণের কাজ চলছে। ওই ফ্ল্যাটের মেইন গেট তৈরির জন্য একাধিক মনীষীদের মূর্তি সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে! এই মূর্তি সরে যাওয়ার পিছনে স্থানীয় প্রমোটর রাজু নস্করের ভূমিকা আছে বলেই দাবি। এও জানা গিয়েছে, রাজু নস্কর নিজে ওই এলাকার তৃণমূল বিধায়ক পরেশ পালের ঘনিষ্ঠ। এতএব এই ঘটনায় রাজনীতি যে আছেই তা স্পষ্ট। বেলেঘাটার আলোছায়া সিনেমা হলের বিপরীতে এক ফুটপাতের ওপর কর্পোরেশনের স্থাপন করা গান্ধী-বুদ্ধ-বিবেকানন্দের মূর্তি ছিল। কিন্তু স্থানীয় মানুষের দাবি, রাতারাতি ওই মূর্তি সরিয়ে দেওয়া হয়েছে এবং এর পিছনে আছে শাসক ঘনিষ্ঠ প্রমোটার রাজু। সে একটি ফ্ল্যাট নির্মাণের কাজ করছে সেখানে আর ফ্ল্যাটের মেইন গেট তৈরির আগে ওই মূর্তি সরিয়ে দেওয়া হয়েছে বলেই অভিযোগ। আপাতত রাস্তার এক কোণে পড়ে আছে সেগুলি।

pic

উল্লেখ করা যায়, এই প্রোমোটার রাজু নস্কর একসময় প্রাক্তন সিপিএম বিধায়ক এবং মন্ত্রী মানব মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিল। পরবর্তী ক্ষেত্রে পালাবদলের পর শাসক ঘনিষ্ঠ হয়। রাজুর বিরুদ্ধে এর আগে খুন, ব্যবসায়ীকে মারধর, পুকুর ভরাট, বোমাবাজির মতো একের পর এক বিস্ফোরক অভিযোগ আছে। এই বিষয় নিয়েও ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়ে গিয়েছে যা স্বাভাবিক বটে। তৃণমূল কংগ্রেস শিবির থেকে বিভিন্ন ইস্যুতে বিজেপিকে আক্রমণ করা দেশের মনীষীদের অপমান করার অভিযোগ তুলে। সাম্প্রতিক সময়ে এক দুর্গাপুজোর গান্ধীজি রূপী অসুর তৈরির ইস্যু নিয়েও তোলপাড় হয়। বঙ্গের শাসক শিবির বিজেপিকে তুলোধোনা করে। কিন্তু বেলেঘাটায় যে ঘটনা ঘটল, মনীষীদের মূর্তি সরিয়ে ফেলার, তাতে তো শাসক দলের বিধায়কের নামও উঠে আসছে। এবার কী করবে ঘাসফুল নেতৃত্ব?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 11 =