কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে নির্বাচন কমিশনকে কড়া চিঠি রাজ্যের

কলকাতা: কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী৷ বিজেপির হয়ে কেন্দ্রীয় বাহিনী ভোট করাচ্ছে বলে নির্বাচনী সভামঞ্চ থেকে গুরুতর অভিযোগ তুলেছিলেন তৃণমূল সুপ্রিমো৷ এবার সরাসরি কমিশনে কড়া ভাষায় চিঠি লিখে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করল রাজ্য সরকার৷ ভোটে নিরাপত্তা দিতে এসে কেন কেন্দ্রীয় বাহিনী গুলি চালাবে, তা নিয়ে রাজ্যের তরফে সরকারি ভাবে

6987f9fc693d64e5c6aa8eaad2eb722b

কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে নির্বাচন কমিশনকে কড়া চিঠি রাজ্যের

কলকাতা: কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী৷ বিজেপির হয়ে কেন্দ্রীয় বাহিনী ভোট করাচ্ছে বলে নির্বাচনী সভামঞ্চ থেকে গুরুতর অভিযোগ তুলেছিলেন তৃণমূল সুপ্রিমো৷ এবার সরাসরি কমিশনে কড়া ভাষায় চিঠি লিখে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করল রাজ্য সরকার৷

ভোটে নিরাপত্তা দিতে এসে কেন কেন্দ্রীয় বাহিনী গুলি চালাবে, তা নিয়ে রাজ্যের তরফে সরকারি ভাবে প্রশ্ন তোলা হয়েছে৷ নির্বাচনী সভা থেকে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কড়া সমালোচনার ২৪ ঘণ্টার মধ্যেই কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিলেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব অত্রি ভট্টাচার্য। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে একাধিক নিয়মভঙ্গের অভিযোগ তুলে বেশ কয়েকটি ঘটনার উল্লেখ করা হয়েছে চিঠিতে।

গত রবিবার ষষ্ঠ দফার ভোটগ্রহণের দিন ঘাটাললের কেশপুরে গুলি চালানোর অভিযোগ উঠেছিল বিজেপি প্রার্থী ভারতী ঘোষের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানদের বিরুদ্ধে। সেই গুলিতে এক গ্রামবাসী আহত হন বলে অভিযোগ। এর আগে বীরভূমের দুবরাজপুরে বুথে ঢুকে গুলি চালানোর অভিযোগ উঠেছিল বাহিনীর বিরুদ্ধে। হাওড়া-সহ রাজ্যের একাধিক জায়গায় নির্দিষ্ট কারণ ছাড়াই কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করেছে বলে অভিযোগ করা হয়েছে চিঠিতে। অন্তত পাঁচটি ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী নিয়মভঙ্গ করেছে বলে অভিযোগ রাজ্যের। শুধু তাই নয়, কেন্দ্রীয় বাহিনী ভোটারদের ভয় দেখাচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে রাজ্যের তরফে। বুথ থেকে নিরাপদ দূরত্বে থাকলেও কেন্দ্রীয় বাহিনী সাধারণ ভোটারদের সঙ্গে দুর্ব্যবহার করছে বলেও অভিযোগ করা হয়েছে।

কেন্দ্রীয় বাহিনী যাতে নির্বাচন কমিশনের বিধিনিষেধ মেনে চলে, সেই হুঁশিয়ারিও দেওয়া হয়েছে৷ রাজ্যের তরফে নির্বাচন কমিশনকে যে চিঠি দেওয়া হয়েছে, তাতেও কার্যত কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে মমতার অভিযোগগুলিকেই তুলে ধরা হল। শেষ দফার ভোটের আগে এই চিঠির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন কোনও পদক্ষেপ করে কি না, সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *