রেশনে ভর্তুকি তুলে ‘গিভ ইট আপ’ ব্যবস্থা রাজ্যের! মিলবে সুফল

কলকাতা: এবার কেন্দ্রের মোদি সরকারের দেখানো পথে রেশনে ভর্তুকিতে লাগাম টানতে চলেছে রাজ্য সরকার৷ ক্ষমতায় আসার পর মোদি সরকার ঘোষণা করেছিল, কোনও গ্রাহক যদি গ্যাসে ভর্তুকি নিতে না চান, তাহলে তিনি স্বেচ্ছায় তা ঘোষণা করতে পারনে৷ মোদি সরকারের ‘গিভ ইট আপ’ প্রকল্পে সাড়া দিয়েছিলেন দেশের কয়েক কোটি জনতা৷ এবার মোদি সরকারের সেই গিভ ইট আপ

রেশনে ভর্তুকি তুলে ‘গিভ ইট আপ’ ব্যবস্থা রাজ্যের! মিলবে সুফল

কলকাতা: এবার কেন্দ্রের মোদি সরকারের দেখানো পথে রেশনে ভর্তুকিতে লাগাম টানতে চলেছে রাজ্য সরকার৷ ক্ষমতায় আসার পর মোদি সরকার ঘোষণা করেছিল, কোনও গ্রাহক যদি গ্যাসে ভর্তুকি নিতে না চান, তাহলে তিনি স্বেচ্ছায় তা ঘোষণা করতে পারনে৷ মোদি সরকারের ‘গিভ ইট আপ’ প্রকল্পে সাড়া দিয়েছিলেন দেশের কয়েক কোটি জনতা৷ এবার মোদি সরকারের সেই গিভ ইট আপ পদ্ধতি বাংলার রেশন ব্যবসায় কার্যকর করতে চলেছে রাজ্য সরকার৷

খাদ্য দপ্তর সূত্রে খবর, রাজ্য সরকার চাইছে যারা রেশনে ভর্তুকি ছেড়ে দিতে চান, তাঁরা স্বচ্ছতা ঘোষণা করুক৷ যাদের রেশনে ভর্তুকির প্রয়োজন নেই, তাঁরা সরকারকে আবেদন জানিয়ে সেই ভর্তুকি ছেড়ে অন্যদের সুযোগ করে দিন পারেন৷ এই মর্মে ১০ নম্বর ফরম পূরণ করার বার্তা দিচ্ছে রাজ্য খাদ্য দপ্তর৷ ইতিমধ্যেই পরিচয় পত্র হিসেবে বিশেষ রেশন কার্ড বিলি প্রক্রিয়া শুরু করতে চলেছে রাজ্য৷ এই বিশেষ কার্ড পরিচয়পত্র হিসাবে ব্যবহার করা গেলেও তোলা যাবে না রেশন৷

আরও পড়ুন: বিশেষ রেশন কার্ডে মিলবে পরিচয় পত্র, শুরু হচ্ছে আবেদন

কোন গ্রাহক চাইলে জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্প বা রাজ্য সরকারের খাদ্য সুরক্ষা প্রকল্প থেকে নিজের নাম সরিয়ে নিতে পারেন৷ এই মর্মে গ্রাহককে দেওয়া হবে একটি ফর্ম৷ সেই ফর্ম পূরণ করে ভর্তুকিযুক্ত খাদ্য সামগ্রী তিনি এড়িয়ে যেতে পারেন৷ আর তার বদলে তাঁকে দেওয়া হবে একটি বিশেষ কার্ড৷ যা পরিচয়পত্র হিসাবে ব্যবহার করা যেতে পারে৷ এভাবে ভর্তুকির খাদ্য সামগ্রীর উপর লাগাম টেনে চাহিদা সম্পন্ন ব্যক্তিদের কাছে তা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েছে খাদ্য দপ্তর৷

আরও পড়ুন: সুখবর, অনলাইনে ভোটার তালিকা সংশোধনের সময় বাড়াল কমিশন

জানা গিয়েছে, স্বেচ্ছায় কার্ড ছাড়ার জন্য ৭ নম্বর ফর্ম চালু করেছে৷ ৭ নম্বর ফর্ম জমা করালে এতদিন কোনও বিকল্প কার্ড দেওয়ার ব্যবস্থা ছিল না৷ কিন্তু এখন ১০ নম্বর ফর্ম পূরণ করিয়ে বিশেষ কার্ডের জন্য আবেদন করা যেতে পারে৷ খাদ্য দপ্তরের আশা, ১০ নম্বর ফরম পূরণ করে ভর্তুকির খাদ্য সামগ্রী ছেড়ে দিতে পারেন বহু গ্রাহক৷ কারণ তাদের অনেকেই রেশন তোলেন না বা তাঁদের সেই রেশন খাদ্য সামগ্রী প্রয়োজন হয় না৷ ফলে যাঁরা ভর্তুকি নিতে চান না, তাঁরা সরাসরি খাদ্য দপ্তরে গিয়ে যোগাযোগ করতে পারেন বলেও জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 3 =