কলকাতা: তৃতীয় দফার ভোটে রাজ্যে থাকবে ৩২৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। দ্বিতীয় দফার ভোটে ছিল ১৯৪ কোম্পানি। অর্থাৎ যুক্ত হচ্ছে আরও ১৩০ কোম্পানি। জানা গিয়েছে, ৯০ শতাংশেরও বেশি বুথে থাকবে এই বাহিনী।
কেন্দ্রীয় বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক শুক্রবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন। তিনি বলেন, বাড়তি কেন্দ্রীয় বাহিনী আসায় প্রথম দফার তুলনায় দ্বিতীয় দফার ভোটে কম গোলমাল হয়েছে। উল্লেখ্য, প্রথম দফার ভোটে ৫১ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী ছিল। দ্বিতীয় দফার ভোটে ছিল ৮০ শতাংশ বুথে। নিবার্চন কমিশনের পরিকল্পনা ছিল, তৃতীয় দফার ভোটে ২৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখা হবে।
এদিন অজয় নায়েক কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে কথা বলে আরও ৫০ কোম্পানি বাহিনী চেয়েছেন। কেন্দ্রীয় সরকারও সেই আর্জিতে সম্মতি দিয়েছে। আগামী ২৩ এপ্রিল, মঙ্গলবার তৃতীয় দফায় বালুরঘাট, মালদহ উত্তর ও দক্ষিণ, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। মোট বুথের সংখ্যা ৮,৫২৫। ভোটদাতা ৮০ লক্ষেরও বেশি। ইতিমধ্যেই ভোটারদের মধ্যে আস্থা ফেরাতে নয় কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এলাকায় টহল দিতে শুরু করেছে।