তৃণমূলের দেওয়ালেও ‘খড়গ হাতে দাঁড়িয়ে উন্নয়ন’

বারাসত: ‘দেখ খুলে তোর তিন নয়ন, রাস্তা জুড়ে খড়গ হাতে দাঁড়িয়ে আছে উন্নয়ন’। কবি শঙ্খ ঘোষের এই কবিতার অংশ নিয়ে বারাসত লোকসভার ছোট জাগুলিয়া এলাকায় দেওয়াল লিখন করে চরম অস্বস্তিতে পড়ল তৃণমূল কংগ্রেস। বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি দেওয়াল লিখন থেকে খড়গ শব্দটিকে রাতারাতি মুছে ফেলেন তৃণমূল কর্মীরা। খড়গ শব্দ মুছে টিএমসি’র হাতে দাঁড়িয়ে আছে উন্নয়ন

f56a4b3db7d43fef52ff411b7dea5885

তৃণমূলের দেওয়ালেও ‘খড়গ হাতে দাঁড়িয়ে উন্নয়ন’

বারাসত: ‘দেখ খুলে তোর তিন নয়ন, রাস্তা জুড়ে খড়গ হাতে দাঁড়িয়ে আছে উন্নয়ন’। কবি শঙ্খ ঘোষের এই কবিতার অংশ নিয়ে বারাসত লোকসভার ছোট জাগুলিয়া এলাকায় দেওয়াল লিখন করে চরম অস্বস্তিতে পড়ল তৃণমূল কংগ্রেস। বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি দেওয়াল লিখন থেকে খড়গ শব্দটিকে রাতারাতি মুছে ফেলেন তৃণমূল কর্মীরা। খড়গ শব্দ মুছে টিএমসি’র হাতে দাঁড়িয়ে আছে উন্নয়ন লেখা হয়েছে। এমনকী, দলের যে নেত্রী ওই দেওয়াল লিখন করিয়েছিলেন, বিতর্ক এড়াতে দেওয়াল লিখনের তলা থেকে তিনি নামও মোছা হয়েছে।

‘রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে রয়েছে’। গত পঞ্চায়েত নির্বাচনের সময় বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের এই মন্তব্য নিয়ে শোরগোল ছড়িয়েছিল। ওই মন্তব্যকে বিঁধেই কবি শঙ্খ ঘোষ লিখেছিলেন, ‘‘দেখ খুলে তোর ত্রিনয়ন, রাস্তা জুড়ে খড়গ হাতে দাঁড়িয়ে আছে উন্নয়ন’। শঙ্খ ঘোষের এই কবিতার অংশ নিয়েও অনুব্রত মণ্ডল কটাক্ষ করেছিলেন।

শঙ্খ ঘোষের ওই কবিতার অংশ হুবহু লেখা হয়েছে! দু’টি শব্দ এলোমেলো ছিল। তিন নয়নের বদলে ত্রিনয়ন এবং রাস্তা জুড়ে’র বদলে রাস্তা ধাড়ে’। কিন্তু তা যে ভুল করে হয়েছে, তা সকলেই বুঝতে পেরেছিলেন। কিন্তু, ‘খড়গ হাতে দাঁড়িয়ে আছে উন্নয়ন’ নিয়েই তুমুল হইচই ছড়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *