CAB-র বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত আন্দোলন: মমতা, বিচ্ছিন্ন ঘটনা: জ্ঞানবন্ত

কলকাতা: নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে অগ্নিগর্ভ উলুবেড়িয়া ও বেলডাঙা৷ জেলায় জেলায় বিক্ষোভ, অবরোধ৷ মালদহ, মুর্শিদাবাদ, হাওড়ায় বিক্ষোভ৷ ক্ষোভ হুগলি, বীরভূম, দুই ২৪ পরগনায়৷ নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে অবরোধ-বিক্ষোভ৷ কার্যত জঙ্গি আন্দোলনের মাত্রা পেয়েছে বেলডাঙা, উলুবেড়িয়ার ঘটনা৷ দুই এলাকার ঘটনার পর নবান্নে উচ্চপর্যায়ের বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দুটি ঘটনা বিচ্ছিন্ন বলে জানিয়েছেন রাজ্যের এডিজি (আইনশৃঙ্খলা)

CAB-র বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত আন্দোলন: মমতা, বিচ্ছিন্ন ঘটনা: জ্ঞানবন্ত

কলকাতা: নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে অগ্নিগর্ভ উলুবেড়িয়া ও বেলডাঙা৷ জেলায় জেলায় বিক্ষোভ, অবরোধ৷ মালদহ, মুর্শিদাবাদ, হাওড়ায় বিক্ষোভ৷ ক্ষোভ হুগলি, বীরভূম, দুই ২৪ পরগনায়৷ নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে অবরোধ-বিক্ষোভ৷ কার্যত জঙ্গি আন্দোলনের মাত্রা পেয়েছে বেলডাঙা, উলুবেড়িয়ার ঘটনা৷ দুই এলাকার ঘটনার পর নবান্নে উচ্চপর্যায়ের বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দুটি ঘটনা বিচ্ছিন্ন বলে জানিয়েছেন রাজ্যের এডিজি (আইনশৃঙ্খলা) জ্ঞানবন্ত সিং৷

আজ দুপুর থেকে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে বাংলার বিভিন্ন প্রান্ত৷ জঙ্গি আন্দোলনের জেরে রণক্ষেত্রের চেহারা নেয় উলুবেড়িয়া ও বেলডাঙা স্টেশন চত্বর৷ বেলডাঙা স্টেশনে তাণ্ডব চালিয়ে জালানো হয় আগুন৷ এক্সপ্রেস লক্ষ্য করে ইট ছোড়া হয়৷ ভাঙচুর করা হয় ফলকনামা এক্সপ্রেস৷ ছোড়া হয় পাথর৷করা হয় অবরোধ জাতীয় সড়ক অবরোধ৷ অ্যাম্বুলেন্স পর্যন্ত আটকে দেওয়া হয়৷ করা হয় ভাঙচুর৷ এই ঘটনা দ্রুত ছড়িয়ে পড়তেই নবান্নে শুরু হয় উচ্চপর্যায়ের বৈঠক৷

নবান্নের উচ্চপর্যায়ের বৈঠক শুরু হয়৷ এডিজি আইন-শৃঙ্খলা, মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সংবাদমাধ্যমে জ্ঞানবন্ত সিং জানিয়েছেন, পরিস্থিতি এখন পুরোপুরি স্বাভাবিক৷ রেল সাহায্য চেয়েছিল৷ তাই উলুবেড়িয়ায় বাহিনী পাঠানো হয়৷ দুটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে গিয়েছে৷ পুলিশ ও প্রশাসন পরিস্থিতির উপর কড়া নজরদারি রাখছে বলেও জানিয়েছেন রাজ্যের এডিজি (আইনশৃঙ্খলা) জ্ঞানবন্ত সিং৷

অন্যদিকে, উলুবেড়িয়া ও বেলডাঙা স্টেশনে তাণ্ডবের ঘটনায় থমকে ট্রেন চলাচল৷ উলুবেড়িয়ায় আটকে রয়েছে করমন্ডল, কান্ডারী এক্সপ্রেস৷ দুপুর তিনটে থেকে আটকে রয়েছে একাধিক দূরপাল্লার ট্রেন৷ লোকাল ট্রেনও৷ ভোগান্তিতে পড়েছেন বহু যাত্রী৷ হাওড়া-খড়গপুরে ট্রেন চলাচলে প্রভাব পড়েছে৷ শিয়ালদা মেন লাইনে কৃষ্ণনগর পর্যন্ত চলছে লোকাল ট্রেন৷ বাতিল করা হয়েছে ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেস৷ শিয়ালদহ-লালগোলা এক্সপ্রেস পলাশীতে থামানো হবে বলেও জানিয়েছে রেল৷

এদিনের এই ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমে জানান, নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন চলছে৷ কেউ আইন হাতে তুলে নেবেন না৷ রাস্তা কিংবা রেল অবরোধ করবেন না৷ আন্দোলন করুন, প্রতিবাদ করুন, তবে গণতান্ত্রিক ভাবে৷ উলুবেড়িয়া ও বেলডাঙার ঘটনার পর রাজ্যপাল শান্তি বজায় রাখার আহবান জানিয়েছেন৷

অন্যদিকে নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে সোমবার থেকে পরপর তিনদিন মিছিলে হাঁটতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সোমবার বেলা একটায় মিছিল হবে বলে জানিয়েছেন মমতা৷ আম্বেদকরের মূর্তির সামনে থেকে জোড়াসাঁকো পর্যন্ত মিছিল হবে৷ মঙ্গলবার জাদবপুর ৮বি থেকে গান্ধী মূর্তি পর্যন্ত মিছিল হবে৷ বুধবার হাওড়া ময়দান থেকে পর্যন্ত মিছিলের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × five =