বাংলার উন্নয়নে স্পিড ব্রেকার মমতার নৌকা ডুবতে চলেছে: মোদি

শিলিগুড়ি: লোকসভা ভোটের মুখে প্রথম দফার বাংলা ভোটের প্রচারে এসে রাহুল-মমতাকে একই আসনে বসিয়ে কড়া ভাষায় আক্রমণ করলেন নরেন্দ্র মোদি৷ শিলিগুড়িতে নির্বাচনী জনসভায় মঞ্চ থেকে মমতাকে ‘স্পিডব্রেকার’ বলে কটাক্ষ করেন তিনি৷ এদিন শুরুতেই বাংলার উন্নয়ন প্রসঙ্গ তুলে ধরে কেন্দ্র-রাজ্যের দ্বন্দ্ব তুলে ধরেন তিনি৷ বলেন, ‘‘অন্য রাজ্যের মতো উন্নয়ন এখানে হয়নি৷ বাংলার উন্নয়নে স্পিডব্রেকার মমতা৷ যখনই

বাংলার উন্নয়নে স্পিড ব্রেকার মমতার নৌকা ডুবতে চলেছে: মোদি

শিলিগুড়ি: লোকসভা ভোটের মুখে প্রথম দফার বাংলা ভোটের প্রচারে এসে রাহুল-মমতাকে একই আসনে বসিয়ে কড়া ভাষায় আক্রমণ করলেন নরেন্দ্র মোদি৷ শিলিগুড়িতে নির্বাচনী জনসভায় মঞ্চ থেকে মমতাকে ‘স্পিডব্রেকার’ বলে কটাক্ষ করেন তিনি৷

এদিন শুরুতেই বাংলার উন্নয়ন প্রসঙ্গ তুলে ধরে কেন্দ্র-রাজ্যের দ্বন্দ্ব তুলে ধরেন তিনি৷  বলেন, ‘‘অন্য রাজ্যের মতো উন্নয়ন এখানে হয়নি৷ বাংলার উন্নয়নে স্পিডব্রেকার মমতা৷ যখনই বাংলার উন্নয়ন করতে গিয়েছি, তখনই বাধা দিয়েছেন মমতা৷ কারণ, বাংলা থেকে গরিব উঠে গেলে কী করবেন দিদি?’’ বলেন, ‘‘চিটফাণ্ডের মাধ্যমে টাকা লুট করা হয়েছে৷ মমতার সরকার গরিবদের লুট করেছে৷’’

এদিন এনআরসি ইস্যুতেও মুখ খোলেন মোদি৷ বলেন, ‘‘শরণার্থীদের সুবিচার দেবে চৌকিদার৷ জগাই-মাধাই জোট এবার বিদায় নেবে৷ অনুপ্রেবেশকারীদের ছাড়বে না চৌকিদার৷ গোর্খাদের কোনও ক্ষতি হবে না৷’’ সন্ত্রাস ইস্যুতে বলেন, ‘‘বালাকোটে ঢুকে সন্ত্রাসবাদীদের মারার ফলে পাকিস্তানের থেকেও বেশি দুঃখ হয়েছে মমতার৷’’ কংগ্রেসের ইস্তেহার প্রসঙ্গে বলেন, ‘‘আফস্পা তুলে দিতে চায় কংগ্রেস৷ এটা আমরা মেনে নেব না৷’’ বলেন, ‘‘সিপিএম যা করত তাই এখন করছে তৃণমূল৷ কৃষকদের জন্য তৃণমূল সরকার কিছু করেনি৷ এই রাজ্যে পিএম কিষাণ সম্মান চালু করতে দেওয়া হয়নি৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 2 =