‘নিখোঁজ’ রাজীবের সন্ধানে বাংলায় আসছে সিবিআইয়ের বিশেষ দল!

কলকাতা: ‘নিখোঁজ’ রাজীব কুমারকে খুঁজতে এবার স্পেশাল টিম গঠন করল সিবিআই৷ দিল্লি থেকে কলকাতা আসছে সিবিআইয়ের বিশেষ দল৷ এই বিশেষ দলের কলকাতা সফরের আগেই উচ্চপর্যায়ের বৈঠক করে ফেলেছে সিবিআই তদন্তকারী দল৷ সিবিআই সূত্রে খবর, ১২ জনের বিশেষ দলে ডিএসপি পদমর্যাদার অফিসাররাও থাকছেন৷ দু’জন এসপি পদমর্যাদার অফিসার থাকছেন বলে খবর৷ আজ দুপুরের মধ্যেই কলকাতায় পা রাখবে

‘নিখোঁজ’ রাজীবের সন্ধানে বাংলায় আসছে সিবিআইয়ের বিশেষ দল!

কলকাতা: ‘নিখোঁজ’ রাজীব কুমারকে খুঁজতে এবার স্পেশাল টিম গঠন করল সিবিআই৷ দিল্লি থেকে কলকাতা আসছে সিবিআইয়ের বিশেষ দল৷ এই বিশেষ দলের কলকাতা সফরের আগেই উচ্চপর্যায়ের বৈঠক করে ফেলেছে সিবিআই তদন্তকারী দল৷

সিবিআই সূত্রে খবর, ১২ জনের বিশেষ দলে ডিএসপি পদমর্যাদার অফিসাররাও থাকছেন৷ দু’জন এসপি পদমর্যাদার অফিসার থাকছেন বলে খবর৷ আজ দুপুরের মধ্যেই কলকাতায় পা রাখবে বিশেষ দল৷ কলকাতায় আছেন রাজীব কুমার৷ ইতিমধ্যেই এমনই তথ্য জানতে পেরেছে সিবিআই৷ রাজীব কুমার খুব সম্ভবত কলকাতায় থাকতে পারেন৷ তাঁর ফোন বন্ধ৷ এবার নিখোঁজ রাজীব কুমারকে ধরতে শুরু হয়েছে সিবিআই-রাজীব দ্বৈরথ৷

‘নিখোঁজ’ কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার রাজীব কুমার! সিবিআই তাঁকে যোগাযোগ করতে পারছে না বলে সূত্রের খবর৷ রাজীবের সন্ধান পেতে ইতিমধ্যেই প্রশানের শীর্ষ মহলেও চিঠি চালাচালি করেছে সিবিআই৷ সিবিআইয়ের সেই চিঠির ভিত্তিতে উত্তর পাঠিয়েছে রাজ্য৷ তাতে মিলেছে চাঞ্চল্যকর তথ্য! নবান্ন সূত্রে খবর, বর্তমানে রাজীব কুমারের অবস্থান জানিয়ে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও ডিজি৷ সিবিআইকে পাঠানো জবাবে উল্লেখ করা হয়েছে, এই মুহূর্তে ব্যক্তিগত কারণে ছুটিতে রয়েছেন রাজীব কুমার৷ ৯ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তিনি ছুটিতে রয়েছেন৷ ফলে তাঁর সঙ্গে কোনও যোগাযোগ করা যাচ্ছে না৷ এবার সেই নিখোঁজ রাজীবকে ধরতে নয়া উদ্যোগ সিবিআইয়ের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *