মিথ্যা কথা না বলে বক্তৃতা দেওয়া একটি শিল্প: মমতা

দুর্গাপুর: মিথ্যা কথা না বলে বক্তৃতা দেওয়া একটা শিল্প৷ বৃহস্পতিবার ভরদুপুরে দুর্গাপুরের জনসভা থেকে দাঁড়িয়ে দলীয় নেতাদের প্রশংশা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ দলের নেতাদের প্রশংশা করার পাশাপাশি মহিলা সমর্থকদের প্রশংসা করেন মমতা৷ বলেন, ‘‘আমি আমার মা-বোনদের জন্য আমি গর্বিত৷ এই গরমের মধ্যে দূরদুরাত্ব থেকে ওরা এসেছে৷ সংসারে কাজ রেখে৷ আমি আপনাদের জন্য ধন্য৷ আমার মা-বোনারাও যখন

মিথ্যা কথা না বলে বক্তৃতা দেওয়া একটি শিল্প: মমতা

দুর্গাপুর: মিথ্যা কথা না বলে বক্তৃতা দেওয়া একটা শিল্প৷ বৃহস্পতিবার ভরদুপুরে দুর্গাপুরের জনসভা থেকে দাঁড়িয়ে দলীয় নেতাদের প্রশংশা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ দলের নেতাদের প্রশংশা করার পাশাপাশি মহিলা সমর্থকদের প্রশংসা করেন মমতা৷ বলেন, ‘‘আমি আমার মা-বোনদের জন্য আমি গর্বিত৷ এই গরমের মধ্যে দূরদুরাত্ব থেকে ওরা এসেছে৷ সংসারে কাজ রেখে৷ আমি আপনাদের জন্য ধন্য৷ আমার মা-বোনারাও যখন রান্না করেন, সেটাও একটা শিল্প৷ একজন সেপ যখন রান্না করে সেটাও একটা শিল্প৷’’

এই গরমের মধ্যে টানা দেড় মাস ধরে বাংলায় ৭ দফা ভোটের দিনক্ষণ ফেলায় নির্বাচন কমিশনকেও আক্রমণ করেন মমতা৷ বলেন, ‘‘মোদি-শাহরা যাতে সব জাগায় দু’তিনটি করে সভা করতে পারে, তার জন্য পরিকল্পনা করে বাংলায় সাত দফায় ভোট করানো হচ্ছে৷ এই গরমের মধ্যে মানুষকে সমস্যায় ফেলা হয়েছে৷’’

এদিন দুর্গাপুরে রাজ্য সরকারের উন্নয়ন প্রসঙ্গ তুলে ধরে কেন্দ্রকে আক্রমণ করেন৷ বলেন, ‘‘মোদিবাবু হারাতঙ্কে ভিগছে৷ ভয়াতঙ্ক রোগে ভুগছে৷ ৪২টা আসন নিয়ে আমরা সরকার গড়ব৷ সরকারে এসে মোদি, বিজেপিকে ক্ষমা করব না৷ বিজেপি থাকলে দেশে আগুন জ্বলবে৷ নরেন্দ্র মোদি কাজ করতে জানে না৷ ওরা বাংলা দিয়ে লাফাচ্ছে৷ বাংলায় রসোগোল্লা পাবে বিজেপি৷’’ মানে মানে সরে পড়ুন, কেন্দ্রীয় সরকারকে তোপ মমতার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 3 =