এলাকায় পা রেখেই অভিষেককে বিঁধলেন সৌমিত্র

বিষ্ণুপুর : দীর্ঘ নির্বাচন পর্বেও নিজের কেন্দ্রে পা রাখতে পারেননি তিনি৷ এবার বিষ্ণুপুরের সাংসদ হয়ে নিজের কেন্দ্রে পা রেখেই শুরু করেন আক্রনণ৷ আদালতের ছাড়পত্র পেয়ে রবিবার দুপুরে বিষ্ণুপুরের মাটিতে পা রেখে ভাইপোর বিরুদ্ধে সরব বিজেপি সাংসদ সৌমিত্র৷ বিষ্ণুপুরে ঢুকেই বিজেপি সাংসদ তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, ‘‘১২ বছর আগে কালীঘাটের যে পরিবারের

এলাকায় পা রেখেই অভিষেককে বিঁধলেন সৌমিত্র

বিষ্ণুপুর : দীর্ঘ নির্বাচন পর্বেও নিজের কেন্দ্রে পা রাখতে পারেননি তিনি৷ এবার বিষ্ণুপুরের সাংসদ হয়ে নিজের কেন্দ্রে পা রেখেই শুরু করেন আক্রনণ৷ আদালতের ছাড়পত্র পেয়ে রবিবার দুপুরে বিষ্ণুপুরের মাটিতে পা রেখে ভাইপোর বিরুদ্ধে সরব বিজেপি সাংসদ সৌমিত্র৷

বিষ্ণুপুরে ঢুকেই বিজেপি সাংসদ তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, ‘‘১২ বছর আগে কালীঘাটের যে পরিবারের কোনও জমি-জায়গা ছিল না, তাঁদেরই কয়েকশো কোটি টাকার সম্পত্তি হয়ে গিয়েছে৷ কোথা থেকে এল এত সম্পত্তি? সবটাই কি কাটমানি? এমনই প্রশ্ন তোলেন বিষ্ণুপুরের সাংসদ৷

রবিবারের সভায় বিষ্ণুপুরে বৃক্ষরোপণ কর্মসূচি নেন সৌমিত্র৷ ৭৮ হাজার ৪৭ ভোটে জেতার জন্য তিনি বিষ্ণুপুরে সমপরিমান গাছ লাগাবেন বলেও জানিয়েছেন৷ তাঁর কথায়, এলাকার বাসিন্দারা যাতে সুস্থ ও সতেজ থাকতে পারেন সেই কারণেই এতগুলি গাছ লাগিয়ে তাঁদের পাশে দাঁড়াতে চাইল তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 11 =