নয়াদিল্লি: সোনিয়া এবং রাজীব গান্ধির প্রার্থীপদে যিনি প্রস্তাবক ছিলেন, সেই হাজি সুলতান খানের ছেলে যোগ দিয়েছেন বিজেপিতে। তিনি লড়বেন রাহুলের বিরুদ্ধে। ১৯৯১ সালে মনোনয়নপত্রে রাজীব গান্ধির নাম প্রস্তাব করেছিলেন হাজি হারুন।
১৯৯৯ সালে সোনিয়ার মনোনয়নপত্রেও সই ছিল তাঁর। কংগ্রেসে তাঁরা একেবারে অবহেলিত বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। তাঁদের ক্ষোভ স্থানীয় নেতৃত্বের ওপর। তাঁদের দাবি, আমেথির সাড়ে ৬ লাখ মুসলিম কংগ্রেসের বিরুদ্ধে ভোট দেবেন। গত ৪০ বছর আমেথি কংগ্রেসের গড়। সঞ্জয় গান্ধি থেকে রাজীব গান্ধি, সোনিয়া গান্ধি থেকে রাহুল গান্ধি, আমেথি বরাবরই হাতের হাতে। আগামি ৬ মে আমেথির ভোটগ্রহণ।