Aajbikel

মেয়াদ শেষ সোনিয়ার! পরবর্তী সভাপতি কে? দ্বন্দ্বে গান্ধী পরিবার

 | 
মেয়াদ শেষ সোনিয়ার! পরবর্তী সভাপতি কে? দ্বন্দ্বে গান্ধী পরিবার

নয়াদিল্লি: ফের বিড়ম্বনায় গান্ধী পরিবার৷ কুর্সি নিয়ে ফের দ্বন্দ্ব কংগ্রেসের শীর্ষ নেতৃত্বে৷ কার দখলে থাকবে সভাপতির চেয়ার? সোনিয়ার অন্তর্বর্তীকালীন সভানেত্রী পদে থাকার মেয়াদ শেষ হতেই নতুন করে শুরু হয়েছে বিতর্ক৷

আজ শেষ হচ্ছে সোনিয়া গান্ধীর অন্তর্বর্তীকালীন সভাপতিত্বে মেয়াদ৷ সোনিয়া গান্ধী পার কে হবে পরবর্তী সভাপতি? সভাপতি পদ নিয়ে অনিশ্চয়তার অন্ধকারে কংগ্রেস৷ নতুন বনাম  প্রবীণ নেতাদের দ্বন্দের আবহে আজ সোনিয়া গান্ধীর মেয়াদ শেষ হওয়ার কথা৷ অন্তর্বর্তী সভাপতি হিসেবে মেয়াদ শেষ হওয়ার পর কে বসবেন ওই পদে? চলছে জোর চর্চা৷

কংগ্রেসের ওয়ার্কিং কমিটি চাইছে, সে সোনিয়া হোক কিংবা রাহুল-প্রিয়াঙ্কা, স্থায়ী ভাবে সভাপতি নিয়োগ হোক৷ কিন্তু দলের অন্দরে নতুন করে সভাপতি পদ নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। রাহুল গান্ধীর ইতিমধ্যেই লোকসভা নির্বাচনে হারের দায় নিয়েসভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন৷ তাঁর মনমতো নেতৃত্ব না হলে তিনি সভাপতি দায়িত্ব নিতে আগ্রহী নন বলে কংগ্রেস সূত্রে খবর৷ রাহুল সভাপতি না হলে মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীর হাতেই কি উঠবে পরবর্তী সভাপতিত্বের ভার? যদিও এই নিয়ে কোনও ইঙ্গিত দেয়নি হাইকমান্ড৷

সভাপতি পদ নিয়ে দ্বন্দ্ব চলছে গান্ধী পরিবার অন্দরে৷ কোনোভাবেই সভাপতি পদ গান্ধী পরিবারের বাইরে চলে যাক, তাও চাইছেন সোনিয়া৷ রাহুল গান্ধীর পদত্যাগের পর সভাপতি পদে নিজের নামেই রেখে দিয়েছিলেন সোনিয়া৷ ওই সময় প্রিয়াঙ্কা গান্ধীর নাম উঠলেও তা শেষ পর্যন্ত কার্যকর হয়নি৷ এবার ভেঙেপড়া কংগ্রেসতে চাঙ্গা করতে রাহুল কিংবা প্রিয়াঙ্কা গান্ধী নিজেদের মতো করে সক্রিয় হয়ে উঠবেন কি না, সে দিকে তাকিয়ে গোটা কংগ্রেস৷ কেননা, টুইটারের বাইরে তাঁদের খুব একটা সরব হতে দেখা যায়নি৷

ইতিমধ্যেই দলের অন্দরে উঠতে শুরু করেছে নানান প্রশ্ন৷ কেননা সোনিয়া গান্ধীর বয়স বাড়ছে৷ তিনি খুব একটা সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করতে পারছেন না৷ বিজেপির বিরুদ্ধে লড়তে গেলে মাঠে ময়দানে নেমে কাজ করতে হবে৷ এটা বিলক্ষণ জানে গান্ধী পরিবার৷ কিন্তু পরিবারের অন্দরের বিতর্ক এখন গোটা কংগ্রেসকে প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে৷ পুরোনো ধ্যান-ধারণা বদলে দলের ভবিষ্যৎ নিশ্চিত করতে এবার কি গান্ধী পরিবারের বাইরে সভাপতি পদ যাবে? সেই নিয়ে শুরু হয়েছে জোর চর্চা৷

Around The Web

Trending News

You May like