শাড়ির আঁচল খসে পড়া মুনমুনকে নিয়ে ফের বিতর্ক সোশ্যাল মিডিয়া

আসানসোল: তিনি তারকা৷ তাঁকে নিয়ে রয়েছে নানান জল্পনা৷ রাজনীতির ময়দানে তাঁকে ঘিরে কুরুচিকর ও অশ্লীল আক্রমণ চলতে থাকে লাগাতার৷ তাঁর শাড়ির আঁচল খসে পড়াকেও ভোটের ময়দানে মুখোরোচক ইস্যু হিসেবে পেশ করা হচ্ছে৷ কিন্তু, তাতে কী? তারকা প্রার্থী হয়ে সব সমালোচনা তিনি সহ্য করে তিনি৷ রাজনীতিক ময়দানে সমালোচনার শিকার হওয়ার পর এবার সোশ্যাল মিডিয়ায় ফের ট্রোল মুনমুন

শাড়ির আঁচল খসে পড়া মুনমুনকে নিয়ে ফের বিতর্ক সোশ্যাল মিডিয়া

আসানসোল: তিনি তারকা৷ তাঁকে নিয়ে রয়েছে নানান জল্পনা৷ রাজনীতির ময়দানে তাঁকে ঘিরে কুরুচিকর ও অশ্লীল আক্রমণ চলতে থাকে লাগাতার৷ তাঁর শাড়ির আঁচল খসে পড়াকেও ভোটের ময়দানে মুখোরোচক ইস্যু হিসেবে পেশ করা হচ্ছে৷ কিন্তু, তাতে কী? তারকা প্রার্থী হয়ে সব সমালোচনা তিনি সহ্য করে তিনি৷ রাজনীতিক ময়দানে সমালোচনার শিকার হওয়ার পর এবার সোশ্যাল মিডিয়ায় ফের ট্রোল মুনমুন সেন৷ কিন্তু, হঠাৎ কী নিয়ে ট্রোলড হলেন আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুনমুন সেন?

শনিবার রাতে অন্ডাল এলাকায় প্রচারে যান তৃণমূল প্রার্থী মুনমুন৷ অন্ডালের দক্ষিণখণ্ড ধর্মরাজতলায় জনসভা করেন তিনি৷ সেখানে মা সুচিত্রার জন্য ভোটও চেয়ে নেন তিনি৷  সঙ্গে ছিলেন মন্ত্রী মলয় ঘটক। মন্ত্রীর বক্তৃতা চলাকালীন এক তৃণমূল কর্মী একটি হনুমান শাবককে নিয়ে মঞ্চে ওঠেন৷ মুনমুন সেনকে সেটিকে আদর করতে দেখা যায়৷ হনুমান শাবককের ল্যাজে হাত বুলিয়ে আদরও করতে দেখা যায়৷ প্রচারে গিয়ে হনুমান শাবককে আবদের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে৷ চলছে নানান বিদ্রুপ মন্তব্য৷ এদিনের প্রচার শেষে প্রচারের ফাঁকে ধাবায় বসে ডিনার করেন মুনমুন৷ রুটি-তরকা-পায়েশ খান তিনি৷ ধাবায় তৃণমূল প্রার্থীকে দেখতে তখন উপচে পড়া ভিড়৷

এর আগেও সাংবাদিক সম্মেলনে তাঁর শাড়ির আঁচল খসে পড়াকেও ভোটের ময়দানে মুখোরোচক ইস্যু বানিয়েছে বিজেপি৷ আসানসোলে প্রচারে গিয়ে সাংবাদিক সম্মেলন করছিলেন মুনমুন সেন। ছিলেন মলয় ঘটক, জিতেন্দ্র তিওয়ারি, তাপস বন্দ্যোপাধ্যায় ও অন্যান্য তৃণমূল নেতারা। সেই সময় আঁচল সরে যায় মুনমুনের। এই নিয়েই জলঘোলা শুরু হয়৷ সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই নিয়ে মুনমুনকে ব্যক্তিগত আক্রমণের পথে হেঁটে বিজেপির একাংশ বলেছে, যিনি নিজের আঁচল সামলাতে পারেন না, তিনি একটা লোকসভা কী করে সামলাবেন? এই অভিযোগের তীব্র নিন্দা করেছে তৃণমূল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 2 =