বান্ধবীকে সঙ্গে দিয়ে সিবিআই দপ্তরে শোভন, অপরূপা

কলকাতা: পারিবারিক বান্ধবীকে সঙ্গে নিয়ে সিবিআইয়ের মুখোমুখি হলেন কলকাতার প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়৷ নারদকাণ্ডে আজ তাঁকে ডেকে পাঠিয়েছিল সিবিআই৷ সিবিআইয়ের দু’বারের তলবি চিঠি পাওয়ার পর আজ বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দপ্তরে হাজিরা দেন তিনি৷ বিজেপিতে যোগদানের পর এই প্রথম নারদকাণ্ডে সিবিআইয়ের মুখোমুখি হলেন শোভন৷ শোভনবাবুর পাশাপাশি এদিন হাজিরা

বান্ধবীকে সঙ্গে দিয়ে সিবিআই দপ্তরে শোভন, অপরূপা

কলকাতা: পারিবারিক বান্ধবীকে সঙ্গে নিয়ে সিবিআইয়ের মুখোমুখি হলেন কলকাতার প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়৷ নারদকাণ্ডে আজ তাঁকে ডেকে পাঠিয়েছিল সিবিআই৷ সিবিআইয়ের দু’বারের তলবি চিঠি পাওয়ার পর আজ বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দপ্তরে হাজিরা দেন তিনি৷ বিজেপিতে যোগদানের পর এই প্রথম নারদকাণ্ডে সিবিআইয়ের মুখোমুখি হলেন শোভন৷

শোভনবাবুর পাশাপাশি এদিন হাজিরা দিতে সিবিআইয়ের দপ্তরে যান তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার৷ হাজিরা শেষে অপরূপাদেবী বলেন, সিবিআই ডেকেছিল৷ যা বলার বলে দিয়েছি৷ সিবিআই যে জন্য ডেকেছিল সেই জন্যই আজ এসেছিলাম৷ সিবিআই কণ্ঠস্বর যাচাইয়ের জন্য ডেকেছিল৷ আমি এসে আজ কণ্ঠস্বর কণ্ঠস্বর পরীক্ষা দিয়েছি৷
নারদ কাণ্ডে ভিডিও ফুটেজের সত্যতা যাচাই করতে ইতিমধ্যেই মাঠে নেমেছে সিবিআই৷ নারদ ফুটেজে দেখানো প্রভাবশালীদের কণ্ঠস্বরের নমুনা নেওয়ার প্রক্রিয়াও শুরু করেছে সিবিআই৷ কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা ইতিমধ্যেই ১৩ জনের মধ্যে ১০ জনকে ডেকে পাঠিয়েছে৷

সিবিআই সূত্রে খবর, শোভন চট্টোপাধ্যায়কেও ওই একই সূত্রে ডাকা হয়েছে বলে সূত্রের খবর৷ তবে নারদে শোভনবাবু ‘যুক্ত’ থাকলেও অধ্যাপিকা বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনও সম্পর্ক না থাকলেও সিবিআইয়ের নিজাম প্যালেসে হাজিরা দেন শোভন-বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়৷ সংবাদমাধ্যমে এর আগেই শোভনবাবু জানিয়েছিলেন, বৈশাখীদেবী তাঁর অসময়ের বন্ধু৷ আর সেই বন্ধুত্বের তাগিদেই কি এবার সিবিআইয়ের নিজাম প্যালেসে বন্ধুর সঙ্গে হাজির হলেন বৈশাখীদেবী? যদিও সিবিআই দপ্তর ছাড়ার আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে চাননি দু’জনে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − thirteen =