রেকর্ড গড়তে চলছে ষষ্ঠ দফার নির্বাচনী নিরাপত্তা

কলকাতা: কেন্দ্রীয় বাহিনী মোতায়েনে অতীতের রেকর্ড ছাপিয়ে গেল নির্বাচন কমিশন। ২০১৬ সালের নির্বাচনে সর্বশেষ দফায় ৭০০ কোম্পানি বাহিনী মোতায়েন হয়েছিল রাজ্যে। এবার লোকসভা ভোটের ষষ্ঠ দফায় রাজ্যে আসছে ৭৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে ওই নির্দেশিকা পাঠানো হয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, ৭৪০ কোম্পানির মধ্যে ৭১৩ কোম্পানি কেন্দ্রীয়

রেকর্ড গড়তে চলছে ষষ্ঠ দফার নির্বাচনী নিরাপত্তা

কলকাতা: কেন্দ্রীয় বাহিনী মোতায়েনে অতীতের রেকর্ড ছাপিয়ে গেল নির্বাচন কমিশন। ২০১৬ সালের নির্বাচনে সর্বশেষ দফায় ৭০০ কোম্পানি বাহিনী মোতায়েন হয়েছিল রাজ্যে। এবার লোকসভা ভোটের ষষ্ঠ দফায় রাজ্যে আসছে ৭৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে ওই নির্দেশিকা পাঠানো হয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, ৭৪০ কোম্পানির মধ্যে ৭১৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আটটি লোকসভা কেন্দ্রে মোতায়েন থাকবে। বাকি ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে স্ট্রং রুম পাহারায়। এ পর্যন্ত পাঁচ দফায় রাজ্যের ২৫টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

পঞ্চম দফায় রাজ্যে মোতায়েন ছিল ৫৭৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তার মধ্যে ৫০ কোম্পানি জঙ্গলমহলে টহলদারিতে পাঠানো হয়েছিল। পরে ঠিক হয়, ষষ্ঠ দফায় তমলুক, কাঁথি, ঘাটাল, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বিষ্ণুপর, পুরুলিয়া, এই আটটি লোকসভা কেন্দ্রে ৬৮৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। কিন্তু বুধবার দিল্লিতে কেন্দ্রের স্বরাষ্ট্রসচিব এবং নির্বাচন কমিশন রাজ্যের বিশেষ পুলিস পর্যবেক্ষক বিবেক দুবেকে ডেকে রাজ্যের অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। ভোট পরিস্থিতি নিয়ে পুলিস পর্যবেক্ষকের কাছে রিপোর্ট পেয়ে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। গভীর রাতেই ফোর্স বাড়ানোর কথা জানিয়ে দেওয়া হয়। এদিন সকালে জানিয়ে দেওয়া হয়, মোট ৭৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ষষ্ঠ দফার ভোটে আসবে। তাদের পরিবহণের ব্যবস্থা, থাকা খাওয়ার ব্যবস্থা করতে রাজ্য পুলিসকে নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 2 =