মুখ্যমন্ত্রীর মেয়ের বিরুদ্ধে ভোটে দাঁড়ালেন ১৭৮ জন কৃষক

তেলেঙ্গানা: নির্বাচনের মরশুমে এবার গিনেস বুক অব রেকর্ডে নাম তুলতে পারে নিজামাবাদ লোকসভা কেন্দ্রটি। তেলেঙ্গানার এই আসনে প্রার্থী হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কে কবিতা। এই কেন্দ্রে তিনি ১৮৪ জন প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন। এই বিপুল সংখ্যক প্রার্থীর মধ্যে ১৭৮ জন কৃষক রয়েছেন। ব্যালট পেপার ব্যবহার করার প্রাথমিক পরিকল্পনা থাকলেও শেষপর্যন্ত এই কেন্দ্রে

মুখ্যমন্ত্রীর মেয়ের বিরুদ্ধে ভোটে দাঁড়ালেন ১৭৮ জন কৃষক

তেলেঙ্গানা: নির্বাচনের মরশুমে এবার গিনেস বুক অব রেকর্ডে নাম তুলতে পারে নিজামাবাদ লোকসভা কেন্দ্রটি। তেলেঙ্গানার এই আসনে প্রার্থী হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কে কবিতা। এই কেন্দ্রে তিনি ১৮৪ জন প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন।

এই বিপুল সংখ্যক প্রার্থীর মধ্যে ১৭৮ জন কৃষক রয়েছেন। ব্যালট পেপার ব্যবহার করার প্রাথমিক পরিকল্পনা থাকলেও শেষপর্যন্ত এই কেন্দ্রে প্রতিটি বুথে ১২টি করে ইভিএম ব্যবহার করে নির্বাচন কমিশন। এই বিপুল কর্মযজ্ঞ গিনেস বুকে নথিভুক্ত করতেও উদ্যোগী হয়েছেন আধিকারিকরা। তেলেঙ্গানার মুখ্য নির্বাচনী আধিকারিক রজত কুমার জানান, এই বিষয়ে আমরা গিনেসের একজন পরামর্শদাতার সাহায্য নিয়েছি। গিনেসের তরফ থেকে কিছু প্রশ্ন আমাদের কাছে পাঠানো হয়েছিল। তার জবাবও ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × five =