কলকাতা: করোনা কালের ঠিক আগে গত ফেব্রুয়ারি মাসে দাঙ্গায় সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির নামে মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ। বিষয়টি নিয়ে সারা রাজ্যে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করবে সিপিএম। শুধু সীতারামই নন, স্বরাজ্য অভিযানের নেতা যোগেন্দ্র যাদব, অর্থনীতিবিদ জয়তি ঘোষ, দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং আন্দোলনকারী অপূর্বানন্দ, তথ্যচিত্র প্রস্তুতকারক রাহুল রায়ের নাম সাপ্লিমেন্টারি চার্জশিটে উল্লেখ করে এই ব্যক্তিদের দিল্লি ডাঙ্গার ষড়যন্ত্রকারী হিসাবে দেখান হয়েছে।
বিষয়টি নিয়ে সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বিবৃতি দিয়েছেন, “গত ফেব্রুয়ারি মাসে দিল্লিতে ভয়াবহ দাঙ্গার ঘটনার তদন্তের নামে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশ সম্পূর্ণ অবৈধ ভাবে বিশিষ্ট বুদ্ধিজীবী, সমাজকর্মী, চিকিৎসক, অধ্যাপক, দাঙ্গায় আক্রান্ত মানুষের বিরুদ্ধে সাজানো মামলা দায়ের করছে। কোনো আইনসঙ্গত পদ্ধতিই অবলম্বন করা হচ্ছে না। এখন এই মামলার অতিরিক্ত চার্জশিটে সিপিআই(এম)-র সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, অর্থনীতিবিদ জয়তী ঘোষ, অধ্যাপক অপূর্বানন্দ, সমাজকর্মী যোগেন্দ্র যাদব, তথ্যচিত্র নির্মাতা রাহুল রায়ের নামে ভিত্তিহীন অভিযোগ দায়ের করা হয়েছে।”
তার আরও বক্তব্য, “সাক্ষ্যপ্রমাণ বিকৃত করে, রাজনৈতিক প্রভুদের নির্দেশে মনগড়া এই অভিযোগ দায়ের করা হয়েছে। সিএএ-এনআরসি বিরোধী আন্দোলনে অংশ নেওয়াকেই ‘দাঙ্গায় প্ররোচনা’ ও ‘ষড়যন্ত্র’ বলে চিহ্নিত করা হয়েছে। আশঙ্কা করার কারণ আছে, আরো বড় চক্রান্তের পরিকল্পনা করা হচ্ছে। বিরোধিতার সমস্ত কণ্ঠস্বরকে দমন করতে কেন্দ্রের সরকার তৎপর। ফ্যাসিস্তসুলভ পদক্ষেপ নিয়ে তারা গণতন্ত্রকে আক্রমণ করতে চাইছে।”
সূর্যকান্ত জানান, “কেন্দ্রীয় সরকারের এই চক্রান্তের তীব্র ও সর্বাত্মক প্রতিবাদে সরব হতে হবে। রবিবার থেকেই সারা রাজ্যে প্রতিবাদের কর্মসূচি নিতে আমরা আহ্বান জানাচ্ছি। সমস্ত বামপন্থী, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ শক্তি ও ব্যক্তির কাছে আমাদের আহ্বান: এই আক্রমণের বিরুদ্ধে সোচ্চার হোন।” নিজের বক্তব্যে সংবাদমাধ্যমকে সীতারাম জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। সিএএ এবং এন এর সি এর বিরুধ্যে কথা বলা তার সাংবিধানিক অধিকার। তিনি সারা দেশেই এই কাজ করেছেন।