বামেদের থেকেও খারাপ দিদির শাসন: মোদি

কৃষ্ণনগর: রানাঘাটে বিজেপির প্রার্থীর সমর্থনে নির্বাচনী জনসভা থেকে মঞ্চ থেকে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ শানালেন নরেন্দ্র মোদি৷ কেন্দ্রীয় বাহিনী দিয়ে বাংলায় ভোট করানো নিয়েও এদিন মুখ খোলেন মোদি৷ বাহিনীর বিরোধিতায় মমতাকে বিঁধে এদিন ভোটের হিংসার প্রসঙ্গও তোলেন৷ বলেন, ‘‘প্রথম তৃতীয় দফার ভোট দেখে হতাশ হয়ে পড়েছেন দিদি৷ কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর জন্য নির্বাচন

বামেদের থেকেও খারাপ দিদির শাসন: মোদি

কৃষ্ণনগর: রানাঘাটে বিজেপির প্রার্থীর সমর্থনে নির্বাচনী জনসভা থেকে মঞ্চ থেকে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ শানালেন নরেন্দ্র মোদি৷ কেন্দ্রীয় বাহিনী দিয়ে বাংলায় ভোট করানো নিয়েও এদিন মুখ খোলেন মোদি৷ বাহিনীর বিরোধিতায় মমতাকে বিঁধে এদিন ভোটের হিংসার প্রসঙ্গও তোলেন৷

বলেন, ‘‘প্রথম তৃতীয় দফার ভোট দেখে হতাশ হয়ে পড়েছেন দিদি৷ কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর জন্য নির্বাচন কমিশনকে গালি দিচ্ছেন দিদি৷ কিন্তু, ২০০৯-এ দিদি বাংলায় রাষ্ট্রপতি শাসন চেয়ে ছিলেন বামেদের হাত থেকে রাজ্যকে বাঁচাতে৷ কিন্তু, এখন বাংলার পরিস্থিতি আরও খারাপ৷’’ মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন বামেদের থেকেও খারাপ বলেও কটাক্ষ করেন তিনি৷ একই সঙ্গে মুখ্যমন্ত্রীর রোড-শো নিয়েও মুখ খোলেন নমো৷

বলেন, ‘‘আজ দিদির সভায় ভিড় হচ্ছে না৷ আর সেই কারণে তিনি রোড-শো করছেন৷ এখানে দেখুন, ভিড়৷ দিল্লিতে বসে কেউ কল্পনাই করতে পারবে না, বাংলায় বিজেপির এতবড় সমর্থন মিলছে৷’’ বিজেপি ক্ষমতায় এসে শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি৷ বলেন, ‘‘২০০৫ সালে অনুপ্রবেশ নিয়ে যে সংসদে কেঁদেছিলেন, তিনি এখন তাঁদের বড় রক্ষাকর্তা বলে মনে করছেন? আমরা ক্ষমতায় এসে শরণার্থীদের নাগরিকত্ব দেব৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =