সিঙ্গুর স্বীকারোক্তি মমতার, বিধানসভা তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশে কৃষকদের জমি ফিরিয়ে দিয়েছে রাজ্য সরকার৷ টাকার কারখানা ভেঙে জমি চাষযোগ্য করে চেষ্টারও করা হয়েছে৷ কিন্তু, কী অবস্থা সিঙ্গুরে? বিধানসভায় দাঁড়িয়ে সিঙ্গুর প্রসঙ্গ তুললেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বুধবার মুখ্যমন্ত্রীর জানান, সিঙ্গুরে কৃষিকাজ কমছে৷ অনেক কৃষক সিঙ্গুরে চাষ করতে চাইছেন না৷ জমি বিক্রি করে তাঁরা হয়তো বাড়তি টাকা পাচ্ছেন৷ এতে হয়তো

সিঙ্গুর স্বীকারোক্তি মমতার, বিধানসভা তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশে কৃষকদের জমি ফিরিয়ে দিয়েছে রাজ্য সরকার৷ টাকার কারখানা ভেঙে জমি চাষযোগ্য করে চেষ্টারও করা হয়েছে৷ কিন্তু, কী অবস্থা সিঙ্গুরে? বিধানসভায় দাঁড়িয়ে সিঙ্গুর প্রসঙ্গ তুললেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

বুধবার মুখ্যমন্ত্রীর জানান, সিঙ্গুরে কৃষিকাজ কমছে৷ অনেক কৃষক সিঙ্গুরে চাষ করতে চাইছেন না৷ জমি বিক্রি করে তাঁরা হয়তো বাড়তি টাকা পাচ্ছেন৷ এতে হয়তো কৃষকদেরই লাভ হচ্ছে  বলেও আশা প্রকাশ করেন মমতা৷ তথ্য তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, ২০১৬-২০১৭ অর্থবর্ষের তুলনায় সিঙ্গুরে কমেছে চাষের পরিমাণ৷ কিন্তু, চাষ কমলেও  কৃষকদের রাজ্য সরকার সব রকম সাহায্য করছে বলেও জানান মুখ্যমন্ত্রী৷ গতবছর অধিগৃহীত জমির ৬৪১ একর জমিতে চাষ হলেও এবছর তা কমে হয়েছে ২৬০ একরে দাঁড়িয়েছে৷ ৯৫৫.৯০ একর জমি ইতিমধ্যেই ফেরত দেওয়া হয়েছে বলেও বিধানসভায় জানান মুখ্যমন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 5 =