নয়াদিল্লি: এক সময় তাঁর গানের তালে তাল মিলিয়ে পা নাচতেন দেশের মানুষ৷ এবার মঞ্চে ঝড় তোলার পাশাপাশি রাজনৈতিক ময়দানে নামলেন মানবপাচারের অভিযুক্ত পঞ্জাবি পপ গায়ক দালের মহেন্দি৷ আজ, শুক্রবার বিজেপির কেন্দ্রীয় পার্টি অফিসে বিজেপির পতাকা তুলে নেন৷ কেন্দ্রীয় মন্ত্রী বিজয় গোয়েল তাঁর হাতে দলীয় পতাকে তুলে দেন৷
গত বছর ১৬ মার্চ মানবপাচার সংক্রান্ত একটি মামলায় ২ বছরের কারাবাসের সাজা হয় পঞ্জাবি গায়ক দালের মেহেন্দির। সাজা ঘোষণার পরই জামিন পেয়ে যান৷ নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে যান তিনি৷ ২০০৩ সালে দালের মেহেন্দি ও তাঁর ভাই শামশের সিংয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়৷ পাতিয়ালা সদর থানায় অভিযোগ দায়ের করেন বলভেরা গ্রামের বাসিন্দা বখশিস সিং ও আরও কয়েকজন৷ বিদেশ পাঠানোর জন্য বখশিসদের কাছ থেকে ১ কোটি টাকা নেন গায়ক ও তাঁর ভাই। কিন্তু শেষ পর্যন্ত কাউকেই বিদেশে পাঠানো হয়নি৷
Singer Daler Mehndi joins Bharatiya Janata Party (BJP) in presence of BJP North West Delhi candidate Hans Raj Hans and Union Minister Vijay Goel. pic.twitter.com/1qeYIS44JG
— ANI (@ANI) April 26, 2019
এর আগেও একাধিক তারকা ভোটের বাজারে বিজেপিতে নাম লিখিয়েছেন৷ ‘ঢাই কিলো কা হাত, বিজেপি কে সাথ।’ অভিনেতা সানি দেওল বিজেপিতে যোগ দেওয়ার পরেই সোশ্যাল মিডিয়া সরগরম এই ডায়লগেই। তার মধ্যেই সানি দেওলকে গুরুদাসপুর কেন্দ্র থেকে প্রার্থী করে বিজেপি। সম্প্রতি বিজেপি সভাপতি অমিত শাহের সঙ্গে বৈঠক করেন তিনি৷ সানি দেওলের আগে খেলার মাঠকে বিদায় জানিয়ে রাজনীতির অভিষেক ম্যাচে নেমেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর৷ বিজেপির টিকিটে দিল্লি দখলের লড়াইয়ে নেমেছেন৷ উত্তর দিল্লি আসন থেকে ভোট লড়াইয়ে জন্য মনোনয়ন জমা দিয়েছেন প্রাক্তন এই ক্রিকেটার৷