নির্লজ্জ প্রধানমন্ত্রী, টাকা দিয়ে দল ভাঙাচ্ছে: মমতা

কলকাতা : একজন প্রধানমন্ত্রী ঘোড়া কেনাবেচার কথা বলছেন। প্রধানমন্ত্রী পদে থেকে নির্লজ্জের মতো অসাংবিধানিক আচরণ করছেন। একারণে নরেন্দ্র মোদির প্রার্থী পদ বাতিল হওয়া উচিত। মঙ্গলবার, ভদ্রেশ্বরের সভা থেকে এভাবেই আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যাঁকে নেওয়ার নিয়ে নিন, আমার কিছু যায় আসে না।’ সাংবিধানিক পদে থেকে নিজের অধিকারের সীমা নরেন্দ্র মোদি লঙ্ঘন করছেন

নির্লজ্জ প্রধানমন্ত্রী, টাকা দিয়ে দল ভাঙাচ্ছে: মমতা

কলকাতা : একজন প্রধানমন্ত্রী ঘোড়া কেনাবেচার কথা বলছেন। প্রধানমন্ত্রী পদে থেকে নির্লজ্জের মতো অসাংবিধানিক আচরণ করছেন। একারণে নরেন্দ্র মোদির প্রার্থী পদ বাতিল হওয়া উচিত। মঙ্গলবার, ভদ্রেশ্বরের সভা থেকে এভাবেই আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যাঁকে নেওয়ার নিয়ে নিন, আমার কিছু যায় আসে না।’ সাংবিধানিক পদে থেকে নিজের অধিকারের সীমা নরেন্দ্র মোদি লঙ্ঘন করছেন বলেও অভিযোগ করেন তৃণমূল নেত্রী। ভদ্রেশ্বেরে জনসভা থেকে বিজেপি নেতা মুকুল রায়কেও তীব্র আক্রমণ করেন তিনি। মমতার অভিযোগ, সারদা, নারদ, হাওয়ালায় অভিযুক্তর সম্পর্কে তিনি কোনও মন্তব্যই করতে চান না। এরপর দীনেশ ত্রিবেদীর সমর্থনে আমডাঙার সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে নাম না করে মুকুল রায়ের পাশাপাশি অর্জুন সিংকে আক্রমণ করেন তিনি।

নরেন্দ্র মোদির উদ্দেশ্য মমতা সতর্কবার্তা দিয়ে বলেন, যে গদ্দারদের নিয়ে রাজনীতি করছেন, তাঁরা আগামীদের কালসাপ হবে। মমতাদের দাবি, বাংলায় বিজেপি কোনও আসন পাবে না। এখান থেকেই সমর্থকদের উদ্দেশ্যে গদ্দারদের করব দেওয়ার আহ্বান জানান তৃণমূল নেত্রী। এরপরই বারাকপুরেও বিজেপির সঙ্গে কংগ্রেস ও সিপিএমের বোঝাপোড়া হয়েছে বলে অভিযোগ করেন মমতা। এমনকী তাঁর দাবি, এবিষয়ে প্রমাণ রয়েছে। তবে সভা চলাকালীন হট্টগোলে তাল কাটে। সভায় উপস্থিত এক মহিলা তাঁর শিশু সন্তানকে হারিয়ে ফেলায় চেঁচামেচি শুরু হয়। ঘটনার জেরে মেজাজ হারান তৃণমূল নেত্রী।মোদি ও বিজেপিকে নিশানা করেন হাওড়ার সালকিয়ার সভাতেও। সেখানে বিজেপির বিরুদ্ধে নির্বাচনে প্রচুর টাকা খরচের অভিযোগ করেন মমতা। তিনি বলেন, টাকার মাপকাঠিতে বিচার হলে গণতন্ত্র হারিয়ে যাবে। নির্বাচন যত গড়াচ্ছে, প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর তত চড়ছে। বিজেপির বিরুদ্ধে নিত্যনতুন অভিযোগ এনে আক্রমণ শানাচ্ছেন তৃণমূল নেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *