‘রক্তাক্ত সূর্যোদয়ে’র বর্ষপূর্তিতে বড় ‘বোমা’ ফাটাবেন শুভেন্দু? তুঙ্গে চর্চা

‘রক্তাক্ত সূর্যোদয়ে’র বর্ষপূর্তিতে বড় ‘বোমা’ ফাটাবেন শুভেন্দু? তুঙ্গে চর্চা

তমলুক: চলতি মাসের ১০ তারিখে নিজের জেলা পূর্ব মেদিনীপুরে সমাবেশ করতে চলেছেন শুভেন্দু অধিকারী। আর তা নিয়েই শুরু হয়েছে গুঞ্জন, ফিসফাস। অন্যদিকে.,  ইটাহারে বাস টার্মিনাস উদ্বোধন করার কথা থাকলেও, সেখানে যেতে পারবেন না বলে জানিয়ে দিয়েছে পরিবহনমন্ত্রী। ফলে সব মিলিয়ে শিরোনামে সেই শুভেন্দুই৷

দিনের পর দিন, তাঁকে নিয়ে থামছে না জল্পনা। এবার ইটাহারে বাস টার্মিনাস উদ্বোধনের অনুষ্ঠানে যেতে পারেবন না বলে জানিয়ে দিলেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারি। ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে বাস টার্মিনাস তৈরির কাজ শুরু হয়। সেপ্টেম্বরে কাজ শেষ হলেও এতদিন তা উদ্বোধন না হওয়ায় পরে ছিল। জেলা তৃণমূলের সূত্রের খবর, একাধিকবার ছুটি বা সরকারি কাজ থাকার যুক্তি দেখিয়ে ইটাহার যাননি শুভেন্দু অধিকারি। এবার অবশেষে ২ নভেম্বর উদ্বোধনের তারিখ দিন তিনি। যদিও পরে জানান, যেতে পারবেন না। ফলে বাস টার্মিনাসটির ভবিষ্যত নিয়ে চিন্তায় পড়ে যায় জেলা প্রশাসন। ৫ নভেম্বর নবান্ন থেকে বাস টার্মিনাসটির উদ্বোধন করবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও শুভেন্দু অধিকারি জানিয়েছেন, তিনি কোনওদিনই সেখানে যাওয়ার ব্যাপারে কোনও প্রতিশ্রুতি দেননি৷

ইদানীং দল বা সরকারি কাজ এড়িয়ে চলতে শুরু করেছেন শুভেন্দু। নিজেকে দলহীন নেতা হিসেবে তুলে ধরে জনসংযোগ কর্মসূচী করে চলেছেন তিনি। দিন কয়েক আগে প্যারাশ্যুটের তকমা টেনে কথা বলায় বিতর্কের ঝড় ওঠে। শুভেন্দু অধিকারিকে বিজেপিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন সৌমিত্র খাঁ এবং দিলীপ ঘোষ। এই পরিস্থিতিতে নিজেকরে শুধু মাতচ্র নন্দীগ্রামের মানুষের নিজেদের লোক হিসেবে তুলে ধরে বিভিন্ন অরাজনৈতিক কর্মসূচী চালিয়ে যাচ্ছেন অধিকারি পরিবারের এই নেতা৷

এবার ১০ নভেম্বর সমাবেশ করবেন তিনি। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের ওই বিজয়ী সম্মিলনীতে উপস্থিত থাকার কথা ব্লক সভাপতি মেঘনাদ পাল, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আবু তাহের ও প্রাক্তন সভাপতি বনশঅরী খাঁড়া সহ অন্যান্যরা৷ ওই বিজয়া সম্মিলনীর দিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। সেদিনের মঞ্চ থেকে নিজের ভবিষ্যত কর্মসূচী নিয়ে শুভেন্দু অধিকারি কোনও কিছু জানান কিনা, সেটাই দেখার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − one =