তৃণমূলে ফিরছেন শুভ্রাংশু, সব্যসাচী? অবশেষে মিলল জবাব

কলকাতা: নিজের ইচ্ছায় এসেছেন৷ তাঁরা বিজেপি ছাড়ার কথা ভাবছেন না৷ জানিয়ে দিলেন বিজেপি নেতা সব্যসাচী দত্ত, শুভ্রাংশু রায় এবং বিশ্বজিৎ দাস৷ প্রসঙ্গত, এই তিনজনই বিধায়ক৷ তাঁরা তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছেন৷ কিন্তু, বিধায়ক পদে ইস্তফা দেননি৷ বেশ কিছু সংবাদমাধ্যমে তাঁদের ফের পুরান দলে ফেরার কথা আলোচনা হয়েছে৷ কিন্তু, মঙ্গলবার, সেই সব কথা হওয়ায় উড়িয়েছেন এই তিন

তৃণমূলে ফিরছেন শুভ্রাংশু, সব্যসাচী? অবশেষে মিলল জবাব

কলকাতা: নিজের ইচ্ছায় এসেছেন৷ তাঁরা বিজেপি ছাড়ার কথা ভাবছেন না৷ জানিয়ে দিলেন বিজেপি নেতা সব্যসাচী দত্ত, শুভ্রাংশু রায় এবং বিশ্বজিৎ দাস৷ প্রসঙ্গত, এই তিনজনই বিধায়ক৷ তাঁরা তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছেন৷ কিন্তু, বিধায়ক পদে ইস্তফা দেননি৷ বেশ কিছু সংবাদমাধ্যমে তাঁদের ফের পুরান দলে ফেরার কথা আলোচনা হয়েছে৷ কিন্তু, মঙ্গলবার, সেই সব কথা হওয়ায় উড়িয়েছেন এই তিন জনই৷

কাঁচড়াপাড়ার বিজেপি বিধায়ক তথা মুকুল রায় পুত্র শুভ্রাংশু রায় তো বলেই ফেললেন, এই সব করাই হচ্ছে তাঁর বাবাকে বিপদে ফেলার জন্য৷ শুভ্রাংশু বলেন, তার বাবা একটি বিশেষ উদ্দেশ্যে কাজ করছেন৷ রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসের শাসন শেষ করার লক্ষ্যে৷ সেই কারণেই এই সব হচ্ছে৷ তাঁর (শুভ্রাংশুর) সঙ্গে যারা বিজেপিতে এসেছিলেন তাঁদের বাড়ি ঘরে আক্রমণ শুরু হয়েছে৷

অন্যদিকে, সব্যসাচী দত্ত’র কথা, তাঁরা জেনে বুঝে বিনা বাহ্যিক চাপে এসেছেন বিজেপিতে৷ যা করেছেন, সাহস নিয়ে করেছেন৷ বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাস বলেন, তৃণমূল দলনেত্রীর লড়াই দেখেই উদ্বুদ্ধ হয়ে এসেছিলাম৷ পরে দেখলাম, সিপিএমের আমলের মত অত্যাচার চলছে৷ আর দল (তৃণমূল) করা গেল না৷

সংবাদমাধ্যম বিভ্রান্তিকর খবর দিচ্ছে যে আমি আবার তৃণমূল ফিরছি৷ একেবারেই না৷ আমি বিজেপিতেই আছি৷
এটা ঠিক যে বিধানসভা উপনির্বাচনের পর থেকেই বিভিন্ন মহলে খবর ছড়িয়ে পরে যে বিজেপির যে বিধায়কের তৃণমূল থেকে এসেছেন তাঁরা আবার পুরান দলে ফিরেছেন৷

এই খবর ছড়িয়ে পরার পরই রাজ্য বিজেপির তরফ থেকে মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেওয়া হয় যে, এই খবর মিথ্যা৷ বিজেপির বিধায়কের বিজেপিতেই আছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 2 =