ফের মমতার নিশানায় জয় শ্রীরাম স্লোগান, বিজেপি কড়া হুঁশিয়ারি

কলকাতা: ফের জয় শ্রীরাম ইস্যুতে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে জয় শ্রীরাম স্লোগান ইস্যুতে নিজের মতামত প্রকাশ তৃণমূল সুপ্রিমোর৷ ইংরেজিতে ফেসবুক পোস্ট করে বিজেপিকে তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রীর৷ এদিন মুখ্যমন্ত্রী লেখেন, জয় শ্রীরাম স্লোগানকে বিজেপি রাজনৈতিক ভাবে ব্যবহার করছে৷ ধর্মীয় স্লোগানের নামে মানুষকে বিভ্রান্তি ফেলছে বিজেপি৷ এটা শুভ লক্ষণ নয়৷ যাঁরা এই

ফের মমতার নিশানায় জয় শ্রীরাম স্লোগান, বিজেপি কড়া হুঁশিয়ারি

কলকাতা: ফের জয় শ্রীরাম ইস্যুতে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে জয় শ্রীরাম স্লোগান ইস্যুতে নিজের মতামত প্রকাশ তৃণমূল সুপ্রিমোর৷ ইংরেজিতে ফেসবুক পোস্ট করে বিজেপিকে তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রীর৷

এদিন মুখ্যমন্ত্রী লেখেন, জয় শ্রীরাম স্লোগানকে বিজেপি রাজনৈতিক ভাবে ব্যবহার করছে৷ ধর্মীয় স্লোগানের নামে মানুষকে বিভ্রান্তি ফেলছে বিজেপি৷ এটা শুভ লক্ষণ নয়৷ যাঁরা এই নিয়ে বিভ্রান্তি ছড়াছে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এটাই চূড়ান্ত সময়৷

লেখেন, ‘‘রাজনৈতিক দলের স্লোগান থাকতেই পারে৷ তা নিয়ে আমার কোনও আপত্তি নেই৷ কিন্তু, যাঁরা ধর্মের সঙ্গে রাজনীতিকে মিশিয়ে ফেলছে, তাঁদের প্রতি আমার বিরোধীতা৷ বাংলায় হিংসা ছড়াতে ইচ্ছে করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে৷ এটা বাংলার মানুষ রুখে দেবে৷’’ লেখেন, জয় সিয়া রাম কিংবা জয় রামজি কি থেকে রাম নাম সত্যা হ্যায়ের মতো স্লোগান ধর্মীয় ক্ষেত্রে ব্যবহার হয়৷ কিন্তু, বাংলায় ইচ্ছা করে ধর্মীয় স্লোগান ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক স্বার্থ৷ জোর করে আরএসএস বাংলার রাজনীতির সঙ্গে ধর্মকে মিশিয়ে দিচ্ছে৷ এর ফরে ঘৃণা ও হিংসার পরিবেশ তৈরি করার মরিয়া চেষ্টা করা হচ্ছে৷’’ এই বিষয়ে লিখতে গিয়ে সংবাদমাধ্যমকেও কাঠগড়ায় তোলেন মমতা৷ সেখেন, ‘‘বাংলায় ঘৃণার মতাদর্শ ছড়াতে উঠেপড়ে লেগেছে বিজেপি৷ বিজেপি প্রভাবিত সংবাদমাধ্যম ভুয়ো ভিডিও ও ভুয়ো খবর ছড়াচ্ছে৷ আর তার জেরেই তৈরি করে বিভ্রান্তি৷ বাস্তব পরিস্থিতি চাপে দেওয়া হচ্ছে৷’’

গত বৃহস্পতিবার জয় শ্রীরাম স্লোগান শুনে মেজাজ হারান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নৈহাটি যাওয়ার পথে জয় শ্রীরাম স্লোগান শুনতেই গাড়ি থেকে মেনে রীতিমত বিজেপি কর্মীদের ধাওয়া করেন৷ গাড়ি থেকে নামেই পুলিশকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷ বলেন, ‘‘নাকা চেকিং করো, বাড়ি টু বাড়ি নাকা চেকিং হবে৷ সবকটাকে ধরতে হবে৷’’

গাড়ি থেকে নেমে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আয় চলে আয়, আয় এদিকে আয়৷ …. ক্রিমিনাল৷ এখানে খাচ্ছে ধাচ্ছে, আর গুণ্ডামি করছে৷ বেঁচে আছো আমাদের জন্য৷ আমার গাড়িতে হামলা করতে আসছে৷ চামড়া গুটিয়ে রেখে দেব৷ আমাকে গালাগালি দিচ্ছে? বাংলাটাকে গুজরাট করতে দেব না৷ এর একটা সীমা থাকা উচিত৷’’ এরপরই পুলিশকে নির্দেশ দেন তিনি৷ ‘‘নাকা চেকিং করে, বাড়ি টু বাড়ি নাকা চেকিং হবে৷ সবকটাকে ধরতে হবে৷’’

এর আগে নিজের রাজ্যেই ‘জয় শ্রীরাম’ স্লোগানে বিব্রত হতে হয় মুখ্যমন্ত্রীকে৷ খড়গপুরে মমতাকে লক্ষ করে ‘জয় শ্রীরাম’ স্লোগান ওঠা চাঞ্চল্যকর ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল দুনিয়ায়৷ তৃণমূলের তরফে ভিডিও ‘বিকৃত’ বলে দাবি করা হলেও গোটা ঘটনার পূর্ণঙ্গ রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন৷ গত ৫ মে গাড়ি থেকে নেমে মমতাকে বলতে দেখা যায়, ‘কী রে পালাচ্ছিস কেন? সব হরিদাস কোথাকার!’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 3 =