Aajbikel

বঙ্গ বিজেপির ৯৬-কমিটিতে শোভন, বাদ পড়েলন চন্দ্র বসু, গুরুত্ব শঙ্কু-শুভ্রাংশুদের

 | 
বঙ্গ বিজেপির ৯৬-কমিটিতে শোভন, বাদ পড়েলন চন্দ্র বসু, গুরুত্ব শঙ্কু-শুভ্রাংশুদের
 

কলকাতা: লক্ষ্য ২০২১-এর নির্বাচন৷ বাংলা দখলের লক্ষ্যে এবার বঙ্গ বিজেপির নতুন দল ঘোষণা৷ আজ আনুষ্ঠানিকভাবে বিজেপির রাজ্য কমিটির নামের তালিকা ঘোষণা করা হয়েছে৷ উল্লেখযোগ্য ভাবে, বিজেপিতে নাম লেখানো নিষ্ক্রিয় শোভন চট্টোপাধ্যায়কে তুলে আনা হয়েছে আমন্ত্রিত রাজ্য কমিটিতে৷ শোভনের নাম রাজ্য কমিটির তালিকায় অন্তর্ভুক্ত হলেও চন্দ্রকুমার বোসের নাম তুলতে বাদ পড়েছে৷

বঙ্গ রাজনীতিতে চমক দিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়৷ কিন্তু তার পরও তাঁকে ঘিরে কম বিতর্ক হয়নি৷ দলের অন্দর থেকেও উঠে এসেছিল নানান কটাক্ষ৷ তৈরি হয়েছিল নানান জল্পনা৷ সম্প্রতি শোভনের ঘর ওয়াপসির জল্পনা দানা বেঁধেছিল, রত্ম চট্টোপাধ্যায়ের সাংগঠনিক দায়িত্ব দিয়ে৷ এবার শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলে ফেরার জল্পনা উড়িয়ে রাজ্য কমিটিতে আমন্ত্রিত তালিকায় নাম উঠে এল প্রাক্তন মেয়রের নাম৷ শোভন এলেও তালিকা থেকে বাদ পড়েছেন চন্দ্রকুমার বসুর নাম৷ বিজেপির একাধিক কাজে এর আগে তিনি তার অবস্থান স্পষ্ট করে ছিলেন৷ দলের বিরুদ্ধে সরাসরি জানিয়েছিলেন ক্ষোভ৷ আর সেই কারণে তাঁকে রাজ্য কমিটি থেকে বাদ দেয়া হল? প্রশ্ন উঠছে৷

আজ নতুন করে রাজ্য কমিটির নাম ঘোষণা করা হয়৷ এই নতুন রাজ্য কমিটির হাতে থাকছে ২১-এর নির্বাচন পরিচালনার দায়িত্বভার৷ রাজ্য কমিটির তালিকায় ২৫-৩০ শতাংশ নতুন মুখ৷ তৃণমূল থেকে বিজেপিতে নাম লেখানো শঙ্কুদেব, শুভ্রাংশু রায়দের তালিকায় স্থান দেওয়া হয়েছে৷

বিশেষ আমন্ত্রিতদের তালিকায় ২১ জনের নাম রাখা হয়েছে৷ শোভন চট্টোপাধ্যায়কে রাজ্য কমিটির আমন্ত্রিত তালিকায় রাখা হয়েছে৷ শোভন চট্টোপাধ্যায় যেহেতু পদাধিকারী নন, রাজ্য কমিটির মূল্য ৯৬ জনের কমিটির তাঁর নাম নথিভুক্ত করা সম্ভব হয়নি বলে দাবি গেরুয়া শিবিরের৷ যেহেতু তিনি এখনও বিধায়ক, তাই তাঁকে আমন্ত্রিতদের তালিকায় উল্লেখ রয়েছে৷ ৯৬ জনের মূল রাজ্য কমিটির বাইরে ১১০ জন আমন্ত্রিত৷ ফলে দীর্ঘ চওড়া একটি তালিকা  প্রকাশ করেছে বঙ্গ বিজেপি৷

যদিও, মূল রাজ্য কমিটিতে তৃণমূল ছেড়ে বিজেপি নাম লেখানোদের প্রাধান্য আগেই ছিল৷ তৃণমূলের বিদ্রোহীদের নিয়ে বঙ্গ বিজেপির কমিটি নিয়েও তৈরি হয়েছিল বিতর্ক৷ এবার বর্ধিত কমিটিতেও সেই ঘাসফুলের আধিক্য গেরুয়া শিবিরে৷ বর্ধিত কমিটি দেখে, দলের নিচু তলার কর্মীদের মধ্যেও তৈরি হয়েছে অসন্তোষ৷ মাঠে ময়দানে নেমে যারা এতদিন তৃণমূলের বিরুদ্ধে লড়াই করলেন, তাঁদের বদলে কেন তৃণমূলি বিদ্রোহীদের গুরুত্ব? প্রশ্ন উঠছে পদ্ম শিবিরের অন্দরে৷

Around The Web

Trending News

You May like