আজ বিকেল: ট্রাভেল ভিসা নিয়ে রাজ্যে এসে তৃণমূলের হয়ে প্রচার করলেন দুই বাংলার প্রখ্যাত অভিনেতা ফিরদৌস। পয়লা বৈশাখের দিন অর্থাৎ সোমবার রায়গঞ্জে তৃণমূল প্রার্থী কানাহাইয়ালাল আগরওয়ালের হয়ে প্রচার সারেন এই অভিনেতা। এই ঘটনার পরেই বিজোপির তরফে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়। কমিশনের তরফে বিষয়টি কলকাতার বাংলাদেশ হাইকমিশনে রিপোর্ট করা হয়েছে। ডেপুটি হাইকমিশনার খুব শিগগির কলকাতা ছেড়ে ঢাকায় ফেরার নির্দেশ দিয়েছেন ফিরদৌসকে।
এর আগে বহু অভিনেতা অভিনেত্রীই রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ না করেও বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে নির্বাচনী প্রচার সারেন। ক্রিকেটাররাও এই কাজ থেকে বাদ পড়েন না। তবে ভিনদেশের অভিনেতা বাংলায় এসে প্রচার করছেন, এই ঘটনা এই প্রথম। সব দেখেশুনে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তো বলেই ফেললেন, তৃণমূল ভোট নিয়ে যা ইচ্ছে তাই করছে। এবার হয়তো দেখবো পাকিস্তান থেকে ইমরান খান এসে তৃণমূলের প্রচার করছেন।
বিষয়টি যতই গুরুতর হোক ফিরদৌসের বিরুদ্ধে এখনই কোনও পদক্ষেপ নেয়নি কমিশন। তবে বিধিভঙ্গের এক্তিয়ারে পড়লে বাংলাদেশের অভিনেতাকে ঠিক কোন ধরনের ঝামেলায় পড়তে হবে তা সময় বলবে। এদিকে বিজেপি যাই বলুক না কেন রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কিন্তু ফিরদৌসের উপস্থিতি মানতে চাইলেন না। নববর্ষের দিন প্রচারে ছিলেন না অভিনেতা ফিরদৌস। তবে তাতে শাস্তির খাঁড়া কমছে কি না তা এখনও স্পষ্ট নয়।