আমাকে গুলি করুন, কেন্দ্রীয় বাহিনী হুঁশিয়ারি তৃণমূল নেত্রীর

বারাসত: ভোটপর্ব খতিয়ে দেখতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে তর্কে জড়ালেন বারাসত লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার৷ তর্ক করতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীকে গুলি করার হুঁশিয়ারিও দেন৷ প্রকাশ্যেই বলেন, ‘‘আমাকে গুলি করুন৷’’ ঘটনাটি ঘটেছে বারাসত লোকসভা কেন্দ্রের দেগঙ্গার গোবিন্দপুর এলাকার একটি বুথে৷ তৃণমূল প্রার্থীর অভিযোগ, সকাল থেকেই ওই এলাকায় বারংবার কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে

90a09be83b517258d17e74765195be92

আমাকে গুলি করুন, কেন্দ্রীয় বাহিনী হুঁশিয়ারি তৃণমূল নেত্রীর

বারাসত: ভোটপর্ব খতিয়ে দেখতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে তর্কে জড়ালেন বারাসত লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার৷ তর্ক করতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীকে গুলি করার হুঁশিয়ারিও দেন৷ প্রকাশ্যেই বলেন, ‘‘আমাকে গুলি করুন৷’’ ঘটনাটি ঘটেছে বারাসত লোকসভা কেন্দ্রের দেগঙ্গার গোবিন্দপুর এলাকার একটি বুথে৷

তৃণমূল প্রার্থীর অভিযোগ, সকাল থেকেই ওই এলাকায় বারংবার কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে বচসা বাঁধছিল স্থানীয় তৃণমূল কর্মীসমর্থদের৷ এই খবর পেয়ে পৌঁছন কাকলি৷ কর্মীরা জানান, জওয়ানরা নাকি গুলি চালানোর হুমকি দিয়েছেন৷ এর পরেই জওয়ানদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল প্রার্থী৷

বলেন, ‘‘আমি দশ বছরের সাংসদ৷ আপনারা খাওয়ার জন্য ৯০ টাকা করে পান না, ওটা বাড়ানোর জন্য আমি দাবি করেছি৷ আপনাদের সুবিধার কথা সংসদে বলেছি৷  তার পরেও যদি গুলি চালাতে হয়, তাহলে আগে আমার উপরে গুলি চালান৷’’ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁকে পাল্টা বোঝানোর চেষ্টা করেন৷ বুথের ২০০ মিটারের মধ্যে থাকা তৃণমূলের একটি ক্যাম্প সরিয়ে দিতে বলা হয়৷ গুলি চালানোর কথা বলা হয়নি বলে বাহিনীর তরফে জানানো হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *