আজই বিজেপিতে যোগ দিচ্ছেন শোভন-বৈশাখী

নয়াদিল্লি: আজি বিজেপিতে যোগ দিতে চলেছেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়৷ বিজেপিতে যোগ দানের অনুমতি দিয়ে দিয়েছেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ মঙ্গলবার বৈশাখীকে নিয়ে দিল্লি গিয়েছেন শোভন৷ সূত্রের খবর, খুব সম্ভবত আজই দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিতে পারেন শোভন চট্টোপাধ্যায়৷ যোগদান নিয়ে রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা আগেই হয়েছিল শোভন বাবুর৷ সেই সূত্রেই আজ বিজেপিতে যোগ

আজই বিজেপিতে যোগ দিচ্ছেন শোভন-বৈশাখী

নয়াদিল্লি: আজি বিজেপিতে যোগ দিতে চলেছেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়৷ বিজেপিতে যোগ দানের অনুমতি দিয়ে দিয়েছেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ মঙ্গলবার বৈশাখীকে নিয়ে দিল্লি গিয়েছেন শোভন৷ সূত্রের খবর, খুব সম্ভবত আজই দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিতে পারেন শোভন চট্টোপাধ্যায়৷ যোগদান নিয়ে রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা আগেই হয়েছিল শোভন বাবুর৷ সেই সূত্রেই আজ বিজেপিতে যোগ দানের সম্ভাবনা রয়েছে শোভন-বৈশাখীর৷

ইতিমধ্যেই তৃণমূলের প্রায় সমস্ত পদ থেকেই এবার সরে দাঁড়িয়েছেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়৷ মঙ্গলবার বিধানসভার স্ট্যান্ডিং কমিটি থেকে ইস্তফা দেন শোভন৷ বিধানসভার অধ্যক্ষের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে খবর সূত্রের৷ আপাতত শুধু বিধায়ক ও কাউন্সিলর পদে রয়েছেন শোভনবাবু৷

শোভন-বৈশাখীর দিল্লি সফর ঘিরে ইতিমধ্যেই কানাঘোষা শুরু হয়ে গিয়েছে৷ কেননা, সাম্প্রতিক কালে যে তৃণমূল নেতারা বিজেপিতে যোগ দিয়েছেন, তাঁরা সকলেই হঠাৎ চলে গিয়েছিলেন দিল্লিতে৷ দিন কয়েক পর যোগ দিয়েছিলেন বিজেপিতে৷ এবার শোভন-বৈশাখী দিল্লি সফর ঘিরে তৈরি হয়েছে নয়া জল্পনা৷

গত সপ্তাহ দুই আগে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গভীর রাত পর্যন্ত বৈঠক করেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়৷ শোভন-বৈশাখীকে দলে ফেরার বার্তাও দেন পার্থ৷ তবে, বৈঠক নিয়ে পার্থবাবু অস্বীকার করলেও সংবাদমাধ্যমে শোভন চট্টোপাধ্যায় বৈঠকের কথা স্বীকার করেন৷ রাত একটা পর্যন্ত দলের মহাসচিরের সঙ্গে শোভন-বৈশাখীর বৈঠক ঘিরে শুরু হয় নয়া জল্পনা৷ এই জল্পনার মধ্যেই সর্বভারতীয় সংবাদ মাধ্যমে বৈশাখীদেবী সাফ জানিয়ে দেন, তিনি তৃণমূলে কিছুতেই ফিরবেন না৷ তৃণমূলে না ফিরলে তাহলে পরবর্তী পদক্ষের কি বিজেপিতে? ওই প্রশ্নে তখন বৈশাখীদেবীর জবাব ছিল, বিজেপি আমার কাছে রাজনৈতিকভাবে অস্পৃশ্য কখনই নয়৷ যেতেও পারি৷ পরিবারিক বন্ধু বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শোভন চট্টোপাধ্যায় কি দল বদল করতে পরেন? এই নিয়ে মন্তব্য করেননি বৈশাখীদেবী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 5 =