শোভন-বৈশাখী, ডাল-ভাত! দিলীপ মন্তব্যে পাল্টা খোঁচা অধ্যাপিকার

কলকাতা: দিলীপ ঘোষের ডাল-ভাত মন্তব্যের পাল্টা জবাব দিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার প্রথম বিজেপি রাজ্য সদর দপ্তরে সাংবাদিক বৈঠক করে অধ্যাপিকা বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, দিলীপ দা কাকে ডাল এবং কাকে ভাত বলতে চেয়েছেন সেটা পরিষ্কার নয়৷ তবে আমার পরিচয় নিজেই যথেষ্ট। দিলীপ ঘোষকে সূক্ষ্ম খোঁচা দিয়ে বৈশাখীদেবীর মন্তব,‘‘দিলীপ দা যে ডাল-ভাত বলেছেন, আমি বুঝলাম না, যে

65013c0355045b310175f6f88d6ab6a6

শোভন-বৈশাখী, ডাল-ভাত! দিলীপ মন্তব্যে পাল্টা খোঁচা অধ্যাপিকার

কলকাতা: দিলীপ ঘোষের ডাল-ভাত মন্তব্যের পাল্টা জবাব দিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার প্রথম বিজেপি রাজ্য সদর দপ্তরে সাংবাদিক বৈঠক করে অধ্যাপিকা বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, দিলীপ দা কাকে ডাল এবং কাকে ভাত বলতে চেয়েছেন সেটা পরিষ্কার নয়৷ তবে আমার পরিচয় নিজেই যথেষ্ট।

দিলীপ ঘোষকে সূক্ষ্ম খোঁচা দিয়ে বৈশাখীদেবীর মন্তব,‘‘দিলীপ দা যে ডাল-ভাত বলেছেন, আমি বুঝলাম না, যে কাকে ডাল আর কাকে ভাত বলেছেন৷ ভাত যদি শোভনদাকে আর ডাল যদি আমি হই, ডাল হয়ে সবসময় শোভনের সঙ্গে মিশে যায়, তাহলে এটা মনে করা ভুল৷ কারণ আমি আমার নিজের পরিচয় যথেষ্ট পরিচিত, আমার নিজের জগতে৷ আর এত শক্ত ডাল আমি তৈরি করতে পারি না, যে শোভনদাকে বহণ করে নিয়ে বেড়াবো৷’’

শোভন চট্টোপাধ্যায়ের সংবর্ধনা সভায় নাম না থাকা নিয়ে বিতর্ক প্রসঙ্গে বৈশাখীদেবী বলেন, ‘‘প্রথমেই বলি, শোভনদার সংবর্ধনাটা যখন বিষয়, তখন আমার এখানে আসার কোনও প্রয়োজন বলে মনে হয় না৷ আমার তাই প্রথমে গোঁসা করে ছিলাম৷ পরবর্তীকালে জয়প্রকাশদা আমাকে ফোন করে জানালেন, অনিচ্ছাকৃতভাবে আমার নাম বাদ দেওয়া হয়েছে৷ আমার গোঁসা ভেঙে এখানে এলাম৷ কারণ, পরে ভাবলাম, আমি যদি না আসি, তাহলে শোভনদার সংবর্ধনা ম্লান হয়ে যেত৷’’

বিজেপিতে যেতে না দিতে না দিতেই রাজ্য বিজেপি নেতৃত্বের নালিশ চরম ক্ষুব্ধ ‘অপমানিত’ বৈশাখী বন্দ্যোপাধ্যায়৷ শোভন চট্টোপাধ্যায়েক সংবর্ধনা অনুষ্ঠানে তাঁর নাম বাদ দেওয়ায় ক্ষোভ প্রকাশ বৈশাখীর৷ রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের পর এবার সেই বৈশাখীকে ঘুরিয়ে কটাক্ষ করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের৷

আজ, কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি তালিকায় না বাদ দিয়ে রাজ্য বিজেপি নেতৃত্ব তাঁকে অপমান করেছে বলেও অভিযোগ বৈশাখী দেবীর৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শোভনের সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিদের তালিকায় পরে বৈশাখীদেবীর নাম তোলা হলেও ক্ষোভ মেটেনি অধ্যাপিকার৷ বৈশাখীর বিদ্রোরের পর অনুষ্ঠানে অতিথির নাম তালিকায় তাঁক নাম যোগ করা হলেও অনুষ্ঠানে যাচ্ছেন না বলে প্রথমে জানালেও পরে মত বদল করেন বৈশাখী৷ অধ্যাপিকার মন্তব্য, এই ঘটনা তাঁকে অপমানিত করা হয়েছে৷ ‘জুতা মেরে গোরু দান’ বলেও সংবাদমাধ্যমে উল্লেখ করেন বৈশাখী৷

রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের পর এবার সেই বৈশাখীকে ঘুরিয়ে কটাক্ষ করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের৷ বলেন, ‘‘কলকাতার প্রক্তন মেয়রকে সংবর্ধনা দেওয়া হবে৷ বৈশাখী দেবীরও নাম থাকা উচিত ছিল৷ পরে, আবার না দিয়ে দেওয়া হয়েছে৷ এখন সাবাই জানে, যেমন ভাত-ডাল, তেমন শোভন-বৈশাখী৷’’ হাসতে হাসতে চলে যান দিলীপ৷ এরই পাল্টা দেন বৈশাখী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *