নির্বাচনে না লড়লেও প্রধানমন্ত্রী হবেন তিনিই, ঘোষণা মায়াবতীর

লখনউ: উত্তরপ্রদেশের রাজনীতির অন্যতম মুখ মায়াবতী৷ দিল্লি দখলের লক্ষ্যে অখিলেশের সঙ্গে জোটও বেধেছেন তিনি৷ লাগাতার কংগ্রসকে আক্রমণও করে গিয়েছেন৷ কিন্তু, লোকসভা ভোটের মুখে বহুজন সমাজ পার্টির নেত্রী সাফ জানিয়ে দিলেন, তিনি এবারের ভোটে লড়বেন না৷ কিন্তু, ভোটে না লড়েও তিনিই হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী৷ বৃহস্পতিবার হোলির উৎসের মাঝেই নজিরবিহীন ঘোষণা করেই ফেললেন মায়া৷ বলেন, ‘‘নির্বাচনে

নির্বাচনে না লড়লেও প্রধানমন্ত্রী হবেন তিনিই, ঘোষণা মায়াবতীর

লখনউ: উত্তরপ্রদেশের রাজনীতির অন্যতম মুখ মায়াবতী৷ দিল্লি দখলের লক্ষ্যে অখিলেশের সঙ্গে জোটও বেধেছেন তিনি৷ লাগাতার কংগ্রসকে আক্রমণও করে গিয়েছেন৷ কিন্তু, লোকসভা ভোটের মুখে বহুজন সমাজ পার্টির নেত্রী সাফ জানিয়ে দিলেন, তিনি এবারের ভোটে লড়বেন না৷ কিন্তু, ভোটে না লড়েও তিনিই হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী৷ বৃহস্পতিবার হোলির উৎসের মাঝেই নজিরবিহীন ঘোষণা করেই ফেললেন মায়া৷ বলেন, ‘‘নির্বাচনে না লড়লেও প্রধানমন্ত্রী হব৷’’

বুধবার বহুজন সমাজ পার্টির প্রার্থীদের হয়ে প্রচারে গিয়ে মায়াবতী বলেন, ‘‘আমি ভোটে লড়ব না। আমি অত্যন্ত আত্মবিশ্বাসী, আমার দল আমার এই সিদ্ধান্তের কথা বুঝতে পারবে। আমাদের জোট খুব ভালো করছে। তবে, আমি একটি আসন খালি রেখে দিয়েছি৷ যদি এর পরে ইচ্ছে হয়, তাহলে সেখান থেকে লড়ব৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + seven =