শেয়ার বাজারে পতনে চিন্তিত বিজেপি! কিন্তু কেন? কী বার্তা শাহের?

নিজস্ব প্রতিনিধি: দেশে সুস্থির সরকার গঠিত হলে শেয়ার বাজার চাঙ্গা থাকে। এটাই চিরকালীন নিয়ম। সেখানে একটু এদিক ওদিক হলেই শেয়ার বাজার অস্থির হয়ে পড়ে। রাজনৈতিক…

অমিত শাহ

নিজস্ব প্রতিনিধি: দেশে সুস্থির সরকার গঠিত হলে শেয়ার বাজার চাঙ্গা থাকে। এটাই চিরকালীন নিয়ম। সেখানে একটু এদিক ওদিক হলেই শেয়ার বাজার অস্থির হয়ে পড়ে। রাজনৈতিক মহলের একাংশ মনে করে শেয়ার মার্কেটের কারবারিরা সবচাইতে ভাল বোঝেন আগামী দিনে কী হতে চলেছে। তাতেই নাকি বাজার ওঠানামা করে। এই তত্ত্ব মেনে নিলে বিজেপির চিন্তার যথেষ্ট কারণ রয়েছে। সেই সূত্রেই বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন বিজেপির ‘সেকেন্ড ইন কমান্ড’ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঘটনা হল বিগত বেশ কিছুদিন ধরে শেয়ার বাজারে বেশ পতন ঘটেছে।

এই প্রশ্ন উঠেছে যে, তবে কী কেন্দ্রে বিজেপি তথা এনডিএ-র ফিরে আসার ব্যাপারে সন্দেহ দেখা দিয়েছে? নিঃসন্দেহে বিষয়টি ভাবিয়ে তুলেছে গেরুয়া শিবিরকে। তাই দেশবাসীকে বিশেষ বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর কথায়, ৪ জুন লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হবে। তার আগে আপনারা শেয়ার কিনে ফেলুন। এ বিষয়ে তাঁর ব্যাখ্যা, চারশোর বেশি আসন নিয়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার গঠনের সঙ্গে সঙ্গে ফের ঊর্ধ্বমুখী হবে শেয়ার বাজার। তাই এখন বেশি করে শেয়ার কিনে রাখলে তখন বিপুল লাভ করবেন বিনিয়োগকারীরা। এমনটাই বলছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এভাবেই বোঝাতে চেয়েছেন কেন্দ্রে তাঁরাই ফিরে আসছেন, অতএব চিন্তার কিছু নেই।

লোকসভা নির্বাচন চলার মধ্যেই শেয়ার বাজার ধাক্কা খেয়েছে। সেনসেক্স ও নিফটি দুটি সূচকই অনেকটা পড়ে গিয়েছে। বিরোধীদের দাবি লোকসভায় বিজেপি হারতে পারে, এমনটা আঁচ করেই শেয়ার বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। কিন্তু বিরোধীদের এই দাবি উড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শাহ এ বিষয়ে বলেছেন,

“শেয়ার বাজারের সঙ্গে নির্বাচনকে মেলালে ভুল হবে। সূচক ওঠানামার সঙ্গে ভোটের কী সম্পর্ক রয়েছে? বিজেপি খারাপ ফল করবে, এটা গুজব ছাড়া আর কিছুই নয়। তাই জোরের সঙ্গে বলছি, বেশি করে শেয়ার কিনে ফেলুন ৪ জুনের আগেই।”

সেদিন ফল প্রকাশের পর দেখা যাবে দেশ জুড়ে বিজেপি বিরাট সাফল্য পেয়েছে, এমনটাই দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। নিজের বক্তব্যের স্বপক্ষে তিনি আরও বলেন,

“ফের ঊর্ধ্বমুখী হবে শেয়ার বাজার। কারণ স্থায়ী সরকার থাকলে স্টক মার্কেটে যথেষ্ট লাভ হয়। চারশোর বেশি আসন নিয়ে ক্ষমতায় ফেরার ব্যাপারে আমরা নিশ্চিত। ফের একবার স্থায়ী মোদি সরকার গঠিত হবে। আর তাতেই ব্যাপক চাঙ্গা হবে শেয়ার বাজার।”

তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যতই একথা বলুন না কেন, রাজনীতির কারবারিরা বিষয়টিকে এতটা সহজ করে দেখতে পারছেন না। নির্বাচনের গতিপ্রকৃতি বিশ্লেষণ করে রাজনৈতিক বিশেষজ্ঞদের ব্যাখ্যা, বিজেপি যেভাবে ৪০০ আসনে জেতার স্বপ্ন দেখছে, তা সফল না হওয়ার সম্ভাবনাই বেশি। এই আবহের মধ্যে শেয়ার বাজারে পতন সেই জল্পনাকে নিঃসন্দেহে আরও উস্কে দিয়েছে। যদিও সেই যুক্তি মানতে নারাজ অমিত শাহ।

 

Amidst recent declines in the share market, concerns have arisen within the BJP. Amit Shah, the Home Minister, shares insights into the situation. Learn why the stability of the government is crucial for market confidence.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *