Aajbikel

ভোটবাক্সের দিকে নজর রেখেই রবীন্দ্র চেতনার কথা শাহের মুখে?

 | 
জোড়াসাঁকোয় অমিত শাহ, রবীন্দ্র মূর্তিতে মাল্যদান করে ২৫ শে বৈশাখ পালন
কলকাতা: বাঙালি আবেগ জাগিয়ে তুলতেই রবীন্দ্র সন্ধ্যায় সামিল শাহ? জাতীয় শিক্ষানীতির কথা বলতে গিয়ে রবীন্দ্রনাথের প্রসঙ্গ টানলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী! ভোটবাক্সের দিকে নজর রেখেই রবীন্দ্র চেতনার কথা শাহের মুখে?

পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ভাল ফল করার লক্ষ্যে রবীন্দ্রনাথ আবেগে শান দিতে চাইছেন কেন্দ্রীয় ও রাজ্য বিজেপি নেতৃত্ব। সেই লক্ষ্যেই ২৫ বৈশাখ সায়েন্স সিটি অডিটোরিয়ামে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে যোগ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আসলে লোকসভা নির্বাচনের আগে বাঙালির মন জয় করার জন্য চেষ্টার কসুর করছেন না কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। গত মাসে দু'দিনের রাজ্য সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পুজো দিয়েছেন দক্ষিণেশ্বর মন্দিরে। এবার যোগ দিলেন রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠানে।  'খোলা হাওয়া' নামে একটি সংগঠনের উদ্যোগে এই সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে গেরুয়া শিবির। বিজেপির প্রাক্তন রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত তৈরি করেছেন 'খোলা হাওয়া' সংগঠনটি। বাঙালির অন্যতম সেরা আবেগ রবীন্দ্রনাথ। তাই কলকাতায় এসে কবিগুরুর জন্মদিবসে সাংস্কৃতিক সন্ধ্যায় অংশ নিয়ে রাজ্যবাসীকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষ বার্তা দিলেন বলেই মনে করা হচ্ছে।


রাজ্য তথা কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের এই ভাবনার পিছনে যে বিশেষ অঙ্ক কাজ করছে তা স্পষ্ট। 'ইস বার দোশো পার', এই স্লোগানকে সামনে রেখে একুশের বিধানসভা নির্বাচনে জিতে পশ্চিমবঙ্গ জয়ের স্বপ্ন দেখেছিল বিজেপি। কিন্তু ডাবল সেঞ্চুরি তো দূরের কথা, একশোরও ধারেকাছেও পৌঁছতে পারেনি তারা। রাজনৈতিক মহলের একাংশ মনে করে বাঙালি আবেগকে সেবার প্রচারের মাধ্যমে ছুঁতে ব্যর্থ হয়েছেন বিজেপি নেতৃত্ব। বাঙালি সংস্কৃতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়া যায়নি বলে পরিস্থিতি অনুকূলে থাকলেও ভোটবাক্সে তার তেমন প্রভাব পড়েনি বলে অনেকেই মনে করেন। আর সেটা বুঝতে পেরেই যে সমস্ত বাঙালি আইকন পশ্চিমবঙ্গ তথা গোটা দেশের মানুষের হৃদয় জুড়ে আছেন সেই নেতাজি সুভাষচন্দ্র  বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রমুখের কথা রাজ্য সফরে এসে বারবার বলতে শোনা গিয়েছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বকে। এছাড়া তাঁরা রাজ্যে এসে ছুটে গিয়েছেন দক্ষিণেশ্বর বা বেলুড় মঠে।

এভাবেই বঙ্গ সমাজকে বিশেষ বার্তা দিতে চেয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব। আর সেই সূত্রেই রবীন্দ্রজয়ন্তীতে অংশ নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কিছু দিন আগে বীরভূমের জনসভা থেকে আগামী লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে বিজেপিকে ৩৫টি আসনে জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন‌ অমিত শাহ। তখনই জানা যায় শীঘ্রই রাজ্য সফরে আসবেন তিনি। আর সেই সূত্রেই ২৫ বৈশাখ কলকাতা তথা বাংলাতেই কাটালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর সেই অনুষ্ঠানে যোগ দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জাতীয় শিক্ষানীতির প্রসঙ্গ তুলতে দেখা গেল। সেই সূত্রে প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আর বোঝালেন রবীন্দ্রনাথের ভাবনা থেকেই জাতীয় শিক্ষানীতি গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। অমিত শাহকে বলতে শোনা গিয়েছে,

গ্রা-
 "গুরুদেবের ভাবনা থেকেই নতুন শিক্ষা ব্যবস্থা আনা হয়েছে। এটা কতটা গুরুত্বপূর্ণ তা বুঝতে হবে শিক্ষাবিদদের। গুরুদেব বারবার বলতেন বিদেশি শিক্ষাব্যবস্থা ও বিশ্ববিদ্যালয়ের প্রশংসা করাটা আমাদের শিক্ষা ব্যবস্থার লক্ষ্য হওয়া উচিত নয়। তিনি মাতৃভাষাকে গুরুত্ব দেওয়ার কথা বলতেন। জাতীয় শিক্ষানীতিতে গুরুদেবের দেখানো পথই অনুসরণ করা হয়েছে।''
আউট-

তাই লোকসভা নির্বাচনের ঠিক এক বছর আগে থেকে বিজেপি যেভাবে বাঙালি মননকে ছুঁতে চাইছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। গেরুয়া শিবিরের এই চেষ্টা ভোটবাক্সে কতটা প্রভাব ফেলে সেদিকেই নজর থাকবে সবার।

 

*বাঙালি আবেগ জাগালেন শাহ শর্ট*


বাঙালি আবেগ জাগিয়ে তুলতেই রবীন্দ্র সন্ধ্যায় সামিল শাহ? জাতীয় শিক্ষানীতির কথা বলতে গিয়ে রবীন্দ্রনাথের প্রসঙ্গ টানলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী! ভোটবাক্সের দিকে নজর রেখেই রবীন্দ্র চেতনার কথা শাহের মুখে? এখানে কাজ করছে ঠিক কোন সমীকরণ? বিস্তারিত জানতে নজর রাখুন আজ বিকেলের পাতায়।

Around The Web

Trending News

You May like