আজ বিকেল: সাত মণ তেলও পুড়বে না, আর বিজেপি ক্ষমতায়ও আসবে না। কুঁজোর আবার চিত হওয়ার স্বপ্ন। দার্জিলিংয়ে তৃণমূল প্রার্থী অমর সিং রাইকে সঙ্গে নিয়ে এদিন কাওয়াখালিতে প্রচার সারেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। সেখানেই বিজেপিকে একহাত নেন তিনি। বলেন, একটা পঞ্চায়েতে জিতে দেখাতে পারে না, ব্লক, জেলায় শূন্য আসন সেই বিজেপি কিনা ২৩টি বিধানসভা কেন্দ্রে জিতবে। সাতমণ তেলও পুড়বে না, রাধাও নাচবে না আর বিজেপির স্বপ্নও সফল হবে না।
এনআরসি প্রসঙ্গে মুখ খুলে রীতিমতো খড়গহস্ত উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। বলেন, বাংলায় এনআরসি করবে সাহস কত বড়। এখানে এনআরসি করতে এসে বিজেপি বঙ্গোপসাগরে ডুবে মরবে। রাজ্যসরকারকে বাইপাস করে বিজেপি এনআরসি করতে পারবে না। এই চেষ্টা হলে গোটা রাজ্যজুড়েই সর্বাত্মক বিরোধিতা করা হবে। জেতারস্বপ্নতেই মশগুল থাকুক বিজেপি।
এদিন তিনি জানান, গোটা উত্তরবঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রচার করতে দেখা যাবে। তিনি চোপড়া, দার্জিলিং, পাহাড়-সহ শিলিগুড়ি মহকুমা সব জায়গায় প্রচারে যাবেন দলনেত্রী। এজন্য আগামী ৪ এপ্রিল তিনি ১০দিনের জন্য উত্তরবঙ্গ সফরে আসছেন।কর্মসূচিও তৈরি হয়ে গিয়েছে। বিভিন্ন প্রান্তে গিয়ে তাঁকে জনসভা করতে দেখা যাবে, সেই প্রস্তুতিও এখন তুঙ্গে।