দুটো এলাকার জন্য পৃথক-পৃথক ভোটার কার্ড গম্ভীরের

নয়াদিল্লি: দুটো আলাদা জায়গায় প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরের নামে দুটো ভোটার কার্ড রয়েছে। গম্ভীর এবার পূর্ব দিল্লিতে বিজেপির প্রার্থী। তাঁর প্রতিদ্বন্দ্বী আপের অতিসী গম্ভীরের নামে গম্ভীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, গম্ভীরের নাম করোলবাগের ভোটার তালিকায় রয়েছে। আবার রাজেন্দ্রনগরের তালিকাতেও। দুটিই মধ্য দিল্লি কেন্দ্রের মধ্যে। এর আগে আপ এবং কংগ্রেস খুঁটিনাটি ত্রুটির জন্য গম্ভীরের

দুটো এলাকার জন্য পৃথক-পৃথক ভোটার কার্ড গম্ভীরের

নয়াদিল্লি: দুটো আলাদা জায়গায় প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরের নামে দুটো ভোটার কার্ড রয়েছে। গম্ভীর এবার পূর্ব দিল্লিতে বিজেপির প্রার্থী। তাঁর প্রতিদ্বন্দ্বী আপের অতিসী গম্ভীরের নামে গম্ভীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

তাঁর অভিযোগ, গম্ভীরের নাম করোলবাগের ভোটার তালিকায় রয়েছে। আবার রাজেন্দ্রনগরের তালিকাতেও। দুটিই মধ্য দিল্লি কেন্দ্রের মধ্যে। এর আগে আপ এবং কংগ্রেস খুঁটিনাটি ত্রুটির জন্য গম্ভীরের মনোনয়নপত্র বাতিলের দাবি জানিয়েছিল। সেই অভিযোগ খারিজ হয়েছে। ৩৭ বছরের গম্ভীর এ সপ্তাহের গোড়ায় পদ্মফুল প্রতীকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁর সম্পদের পরিমাণ ১৪৭ কোটি টাকার।দিল্লির ভোট ১২ মে। দিল্লির প্রার্থীদের মধ্যে গম্ভীরই সবথেকে ধনী।

নির্বাচন কমিশনে গৌতম গম্ভীর জানিয়েছেন, তাঁর স্থাবর ও অস্থাবর মিলিয়ে সম্পত্তির রয়েছে কমপক্ষে ১৪৭ কোটি টাকার৷ গত অর্থবর্ষে তিনি ১২ কোটি ৪০ লাখ টাকা আয়কর জমা করিয়েছেন৷ আর তাঁর স্ত্রী নাতাশাও ৬ লাখ ১৫ হাজার টাকা আয়কর জমা দিয়েছেন৷ গৌতির সম্পত্তির নিরিখে দিল্লির আর কোনও ভোট প্রার্থীই তাঁর ধারেকাছে নেই। দিল্লির বিজেপি সভাপতি তথা সাসংদ মনোজ তিওয়ারি কিংবা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেত্রী শীলা দীক্ষিতই হন, তাঁরা প্রত্যেকেই সম্পত্তির নিরিখে গৌতির থেকে শতযোজন দূরে। বিজেপি সভাপতি মনোজ তিওয়ারি ২৪ কোটি টাকার মালিক৷ শীলা দীক্ষিত সর্বমোট ৪ কোটি ৯২ লাখ টাকার মালিক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − twelve =