ভোটের ফল দেখে কড়া বার্তা মমতার, কী বললেন মুখ্যমন্ত্রীর

কলকাতা: চলছে গণনা৷ ট্রেন্ড কার্যত পরিস্কার৷ এ রাজ্যে তৃণমূল এগিয়ে ২২টি আসনে৷ বিজেপি ১৯টিতে৷ কংগ্রেসের মান বাঁচিয়েছেন একমাত্র অধীর চৌধূরী৷ ভোটের ফল পুরোপুরি প্রকাশ হওয়ার আগেই টুইটারে নিজের মত প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ভোটের পর ফলাফলের ময়নাতদন্ত হবে বলে সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী৷ এদিন টুইট করে মুখ্যমনন্ত্রী লেখেন, ‘‘জয়ীদের অভিনন্দন৷ পরাজিত হওয়া মানেই হার

ভোটের ফল দেখে কড়া বার্তা মমতার, কী বললেন মুখ্যমন্ত্রীর

কলকাতা: চলছে গণনা৷ ট্রেন্ড কার্যত পরিস্কার৷ এ রাজ্যে তৃণমূল এগিয়ে ২২টি আসনে৷ বিজেপি ১৯টিতে৷ কংগ্রেসের মান বাঁচিয়েছেন একমাত্র অধীর চৌধূরী৷ ভোটের ফল পুরোপুরি প্রকাশ হওয়ার আগেই টুইটারে নিজের মত প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ভোটের পর ফলাফলের ময়নাতদন্ত হবে বলে সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী৷

এদিন টুইট করে মুখ্যমনন্ত্রী লেখেন, ‘‘জয়ীদের অভিনন্দন৷ পরাজিত হওয়া মানেই হার নয়৷ আমাদের সবটাই মূল্যায়ন করতে হবে৷ গণনা প্রক্রিয়া এখনও শেষ হয়নি৷ ভিভিপ্যাট মিলিয়ে দেখা এখনও বাকি৷’’

Congratulations to the winners. But all losers are not losers. We have to do a complete review and then we will share our views with you all. Let the counting process be completed fully and the VVPATs matched

— Mamata Banerjee (@MamataOfficial) May 23, 2019

ভোট শুরুতেই দিল্লি দখলের লক্ষ্যে ৪২-এ ৪২-এর টার্গেট নিয়ে প্রচারে নেমেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দিল্লিতে তৃণমূল সরকার গড়বে বলেও আশ্বাস দেন৷ কিন্তু, আজ ভোটের ফল প্রকাশের পর পরিস্কার গোটা বিষয়৷ জয়-পরাজয় মেনে নিয়েই এই দলে শুদ্ধিকরণের পথে হাঁটতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যাী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 5 =