সিউড়ি: ব্লক সভাপতি নিজেই জানেন না ব্লকের ভোটার কত? আর তাতেই চূড়ান্ত ক্ষুব্ধ হলেন তৃণমূল নেতা অনুব্রত৷ শনিবারও কর্মীদের ক্লাস নিচ্ছিলেন অনুব্রত। সবশেষে ব্লক সভাপতি স্বর্ণ সিংহকে মঞ্চে ডাকেন অনুব্রত। প্রথমেই ব্লক সভাপতিকে জিজ্ঞাসা করেন, ব্লকের ভোটার কত? ব্লক সভাপতি বলেন, “একটু দেখে বলতে হবে৷” এরপর প্রায় মিনিট খানেক কাগজের পাতা উল্টে উল্টে উত্তর দেন তিনি। এতেও যে অনুব্রত চরম রেগে যান৷
এদিন বীরভূমের সিউড়ি ইনডোর স্টেডিয়ামে এক নম্বর ব্লকের কর্মীদের নিয়ে সভা করলেন অনুব্রত। সিউড়ি শহরের জলের সমস্যা দীর্ঘদিনের। জলের কোনও সমস্যা নেই, একথা পৌরসভা বারবার দাবি করলেও জলের সমস্যা যে এখনও মেটেনি তার উদাহরণ পাওয়া গেল এদিন তাঁর কর্মীসভায়। সিউড়ির টাউন প্রেসিডেন্টকে পাশে দাঁড় করিয়ে তৃণমূলের অন্য এক কর্মীকে নির্দিষ্ট কয়েকটি ওয়ার্ডের জন্য জিজ্ঞাসা করেন, “তৃণমূলের ভোটের মাত্রা এত কম কেন?” তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, “জলের সমস্যা এখানকার দীর্ঘদিনের, এখনও জল বাড়ি-বাড়ি পৌঁছাতে পারিনি আমরা। সে কারণেই মানুষ ক্ষুব্ধ।”