কলকাতা: দেশে এমন একটা সময় চলে এসেছে যখন মানুষকে বুঝতে হবে কাকে নিজেদের লোকসভা কেন্দ্রের জন্য বেছে নেব। এমন একজনকে বেছে নিতে হবে যিনি দুর্নীতিগ্রস্ত নন। ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী ফুয়াদ হালিমকে সমর্থন জানিয়ে দাবি অভিনেতা নাসিরুদ্দিন শাহের।
নাসিরুদ্দিনরা যে সব ইস্যুতে বিরোধিতা করছেন মোদি সরকারের, এ রাজ্যে ঠিক সেই সব ইস্যু তুলে ধরেই বিজেপির সঙ্গে তীব্র সংঘাতে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেকের প্রতিদ্বন্দ্বীকেই ভোট দিতে বললেন নাসিরুদ্দিন। ফুয়াদ হালিমের হয়ে সওয়াল করতে গিয়ে নাসিরুদ্দিন বললেন, ‘এমন প্রার্থীকে ভোট দিন, যিনি দুর্নীতিগ্রস্ত নন।’
Great actor & social activist Nasiruddin Shah has come forward wholeheartedly in support of Dr. Fuad Halim, the CPIM candidate from the Diamondharbour constituency. I am grateful to Mr. Shah. pic.twitter.com/b12OwT13v0
— Basab Basak (@basak_basab) May 2, 2019
নাসিরুদ্দিন শাহের যে ভিডিও বার্তাটি সামনে এসেছে বুধবার, তাতে অভিনেতা জানিয়েছেন, ফুয়াদ হালিমের সঙ্গে তাঁর ব্যক্তিগত পরিচয় রয়েছে। কম খরচে চিকিৎসা দিয়ে ও অন্যান্য উপায়ে ফুয়াদ কী ভাবে সাহায্য করেন ‘প্রান্তিক ও সুবিধা বঞ্চিত’ লোকজনকে, সে সম্পর্কে তিনি অবহিত বলে জানিয়েছেন নাসিরুদ্দিন শাহ। ভিডিও বার্তায় নাসিরুদ্দিন বলেছেন, ‘‘ডায়মন্ডহারবারের সিপিএম প্রার্থী ফুয়াদ হালিমকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন। ফুয়াদ পেশায় চিকিৎসক, প্রান্তিক মানুষদের কম খরচে চিকিৎসা দিয়ে সাহায্য করে থাকেন তিনি৷’’ বলেন, ‘‘প্রত্যেক মানুষের ভোট দেওয়ার আগে প্রার্থীদের সম্পর্কে যথাযথ খোঁজখবর নেওয়া উচিত। দুর্নীতিগ্রস্ত প্রার্থীদের ভোট দেওয়া উচিত নয়।’’ কারা আমাদের প্রার্থী, সে সম্পর্কে আমাদের প্রত্যেকের অবহিত থাকা উচিত বলে তিনি মন্তব্য করেছেন। তিনি বলেছেন, এমন কাউকেই আমাদের প্রতিনিধি হিসেবে বেছে নেওয়া উচিত, যিনি দুর্নীতিগ্রস্ত নন।