জল বাঁচালেই মিলবে কর ছাড়, জীবনের জন্য হাঁটবেন মমতা

কলকাতা: বাড়ছে জলের সঙ্কট৷ জল বাঁচাতে এবার পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জলের অপচয় রুখতে ও জল বাঁচানোর বার্তা ছড়িয়ে দিতে ‘জল বাঁচাও দিবস’ পালনের ঘোষণা রাজ্যের৷ মুখ্যমন্ত্রীর এই উদ্যোগের পরই জল বাঁচাতে কর ছাড়ের ঘোষণা কলকাতা পুরসভার৷ বৃষ্টির জল ধরে তা ব্যবহার করা হলে কর ছাড়ের বিশেষ সুবিধা পুরসভার৷ মুখ্যমন্ত্রীর পূর্বাঘোষণা অনুযায়ী জল বাঁচাতে

জল বাঁচালেই মিলবে কর ছাড়, জীবনের জন্য হাঁটবেন মমতা

কলকাতা: বাড়ছে জলের সঙ্কট৷ জল বাঁচাতে এবার পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জলের অপচয় রুখতে ও জল বাঁচানোর বার্তা ছড়িয়ে দিতে ‘জল বাঁচাও দিবস’ পালনের ঘোষণা রাজ্যের৷ মুখ্যমন্ত্রীর এই উদ্যোগের পরই জল বাঁচাতে কর ছাড়ের ঘোষণা কলকাতা পুরসভার৷ বৃষ্টির জল ধরে তা ব্যবহার করা হলে কর ছাড়ের বিশেষ সুবিধা পুরসভার৷

মুখ্যমন্ত্রীর পূর্বাঘোষণা অনুযায়ী জল বাঁচাতে শুক্রবার পদযাত্রায় অংশ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ হাঁটবেন ধর্মতলার গান্ধি মূর্তির পাদদেশ থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত৷ জল সংরক্ষণ নিয়ে মুখ্যমন্ত্রীর রচনায় একটি থিম সঙও বানানো হয়েছে। গেয়েছেন সঙ্গীত শিল্পী তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন৷

দেশে যেভাবে ভূগর্ভের জলস্তর কমছে তা নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাই প্রয়োজন, অপচয় কমিয়ে জল বাঁচানো৷ এই অবস্থায় রাজ্য সরকারের নয়া কর্মসূচি প্রশংসনীয় বলেই মনে করছে নাগরিক সমাজ৷ তবে, জল বাঁচাতে শুধু পদযাত্রা করেই থেকে থাকলে যে চলবে না, তাও মনে করিয়ে দিয়েছেন নাগরিক সমাজের একাংশ৷ এই কাজে বাস্তবসম্মত কর্মসূচি রূপায়ের প্রয়োজন করেছে বলেও মত তাঁদের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *