‘বাঁচান দিদি’, মুখ্যমন্ত্রীর কাছে চিটফান্ড ক্ষতিগ্রস্তদের আর্জি

কলকাতা: চিটফান্ডে ক্ষতিগ্রস্তদের বাঁচাতে অবিলম্বে উদ্যোগী হতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করল অল বেঙ্গল চিটফান্ড সাফারার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার সংগঠনের তরফে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি খোলা চিঠি দেওয়া হয়। তাতে দাবি করা হয়েছে, “এই মুহূর্তে রাজ্যের পাঁচ কোটি আমানতকারী ও ৫০ লক্ষ এজেন্ট মৃত্যুর মুখে দাঁড়িয়ে। আপনি তাঁদের রক্ষার উদ্যোগ নিন। না হলে অচিরেই কলকাতার

‘বাঁচান দিদি’, মুখ্যমন্ত্রীর কাছে চিটফান্ড ক্ষতিগ্রস্তদের আর্জি

কলকাতা: চিটফান্ডে ক্ষতিগ্রস্তদের বাঁচাতে অবিলম্বে উদ্যোগী হতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করল অল বেঙ্গল চিটফান্ড সাফারার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার সংগঠনের তরফে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি খোলা চিঠি দেওয়া হয়।

তাতে দাবি করা হয়েছে, “এই মুহূর্তে রাজ্যের পাঁচ কোটি আমানতকারী ও ৫০ লক্ষ এজেন্ট মৃত্যুর মুখে দাঁড়িয়ে। আপনি তাঁদের রক্ষার উদ্যোগ নিন। না হলে অচিরেই কলকাতার বুকে মৃত্যুর মিছিল শুরু হবে।” এ দিন এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের রাজ্য সভাপতি রূপম চৌধুরী বলেন, “তদন্তের নামে অনেক নাটক হয়েছে। এবার আসল রহস্য ফাঁস হোক।” তিনি মুখ্যমন্ত্রীকে চিঠিতে লিখেছেন, “গত বছর ৯ ফেব্রুয়ারি বিধানসভায় শিক্ষামন্ত্রী আমাদের প্রতিনিধিদের সঙ্গে দেখা করে এজেন্টদের নিরাপত্তা ও অন্যান্য দাবি আপনাদের কাছে পাঠানোর সুনিশ্চিত আশ্বাস দেন। কিন্তু আজও রাজ্যের বহু থানা সঠিক পদক্ষেপ নিচ্ছে না। ফলে হাজার হাজার এজেন্ট বাড়িছাড়া। হামলা, হুমকি, বাড়িঘর লুঠপাঠ ও জমি দখল চলছে৷ শিক্ষামন্ত্রী আশ্বাস দেওয়ার পরেও রাজ্যে ২১ জন আত্মহত্যা করেছে৷ গত ২১ জানুয়ারি ২৫ হাজার আমানতকারী ও এজেন্টদের পরিবারসহ আপনার কাছে নবান্নে তাদের দাবি জানাতে গিয়েছিল৷ পুলিশ তাদের নির্মমভাবে লাঠিপেটা ও গ্রেফতার করল৷”

সিবিআই তদন্ত শুরুর পর মুখ্যমন্ত্রী তা বন্ধ করে দেন বলে তাঁকেই চিঠিতে অভিযোগ করেছেন রূপমবাবু৷ চিঠিতে লিখেছেন, “এই সময়ে ওডিশা সরকার ৩০০ কোটি টাকা বরাদ্দ করে ছোট আমানতকারীদের ফেরত দিয়েছেন৷ গত ২৪ ডিসেম্বর নব নির্বাচিত ছত্তিসগড় সরকার চিটফান্ডের আমানতকারীদের টাকা ফেরত দিয়েছেন৷” রূপমবাবু এ দিন অভিযোগ করেন, যে গতিতে তদন্ত চালিয়ে দোষীদের শাস্তি এবং প্রতারিতদের টাকা ফেরত দেওয়া উচিত ছিল, তা হচ্ছে না৷ এর প্রতিবাদে মার্চ মাসের শেষে দিল্লিতে একাধিক কর্মসূচি নেওয়া হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × four =